Advertisement
Advertisement
WFI suspension

অবশেষে স্বস্তি, উঠে গেল ভারতের কুস্তি ফেডারেশনের নির্বাসন

গত বছর আগস্ট মাসে ভারতীয় কুস্তি ফেডারেশনকে নির্বাসিত করে UWW।

World wrestling body lifts suspension of WFI | Sangbad Pratidin

ফাইল চিত্র।

Published by: Subhajit Mandal
  • Posted:February 13, 2024 8:56 pm
  • Updated:February 13, 2024 8:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তাল সময়ের অবসান। শান্ত হচ্ছে ভারতীয় কুস্তির আখড়া! অবশেষে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নির্বাসন প্রত্যাহার করল আন্তর্জাতিক কুস্তি নিয়ামক সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।

গত বছর ২৩ আগস্ট কুস্তিগিরদের বিক্ষোভ চলাকালীনই রেসলিং ফেডারেশনের সদস্যপদ খারিজ করে দেয় ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (United World Wrestling)। সঠিক সময়ে নির্বাচন সম্পন্ন করা যায়নি। ফেডারেশনে অচলাবস্থা চলছে, এই অভিযোগে সেসময় ভারতীয় কুস্তি সংস্থার (World Wrestling Fedaration) সদস্যপদ খারিজ করা হয়। ফলে এশিয়ান গেমস খেলতেও সমস্যায় পড়তে হয় ভারতীয় কুস্তিগিরদের। শেষ পর্যন্ত তাঁরা খেলেন ভারতীয় অলিম্পিক সংস্থার ব্যানারে।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বমঞ্চে স্বপ্নভঙ্গ প্রজ্ঞানন্দর, টাইব্রেকে বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন]

এই পরিস্থিতিতেই প্রায় ৬ মাস চলছিল ফেডারেশন। সদ্য নির্বাচন হয়েছে ফেডারেশনে। নতুন কমিটি গঠিত হয়েছে। সেই কমিটিকে আবার বাতিল বলে ঘোষণা করেছে ক্রীড়ামন্ত্রক। যদিও নির্বাচিত ওই কমিটির দাবি, তাঁদের বাতিল ঘোষণা করাটা বেআইনি। সব মিলিয়ে এখনও অচলাবস্থা কাটেনি কুস্তি ফেডারেশনে। তবে, এসবের মধ্যেও নির্বাসন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব কুস্তির নিয়ামক সংস্থা। তবে ভারতীয় সংস্থার উপর বেশ কিছু শর্ত চাপিয়েছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।

Advertisement

[আরও পড়ুন: চাঁদে ল্যান্ডার বিক্রমের অবতরণ দেখে কীভাবে সেলিব্রেশন করলেন ধোনি? দেখুন ভাইরাল ভিডিও]

আন্তর্জাতিক কুস্তি নিয়ামক (UWW) সংস্থা জানিয়ে দিয়েছে, আগামী ১ জুলাইয়ের আগে নতুন করে অ্যাথলিটস কমিশনে নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে সমস্ত অ্যাথলিটকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। কারও প্রতি কোনওরকম বঞ্চনা করা চলবে না। তাছাড়া ওই নির্বাচনে যেন সক্রিয় অ্যাথলিট বা চার বছরের মধ্যে অবসর নিয়েছেন এই ধরনের অ্যাথলিটরাই অংশ নিতে পারবে। দ্রুত এ বিষয়ে সঠিক তথ্য দিতে হবে কমিশনকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ