সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনই গঙ্গার জলে পদক বিসর্জন নয়। মঙ্গলবার এমনই সিদ্ধান্ত নিলেন সাক্ষী মালিক (Sakshi Malik), বজরং পুনিয়ারা (Bajrang Punia)। আপাতত কেন্দ্রকে পাঁচদিনের সময়সীমা দিয়েছেন তাঁরা। অভিযুক্ত ফেডারেশন প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কেন্দ্রকে, এমনই দাবি কুস্তিগিরদের। মঙ্গলবার কুস্তিগিরদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন কৃষক আন্দোলনের নেতা নরেশ টিকায়েত। তারপরেই এই সিদ্ধান্ত নেন সাক্ষীরা। এমনকি, তাঁদের সমস্ত পদক আপাতত নিজের কাছেই রেখেছেন কৃষক নেতা।
[আরও পড়ুন: ‘মণিপুরে শান্তি না ফিরলে পদক ফেরাব’, শাহকে চিঠি মীরাবাই চানু-সহ রাজ্যের ১১ ক্রীড়াবিদের]
[আরও পড়ুন: Mamata Banerjee on Wrestlers’ Protest: সাক্ষী-ভিনেশদের সমর্থনে মিছিলের ডাক মমতার, যোগ দেবেন বাংলার ক্রীড়াবিদরা]
সব খবরের আপডেট পান সংবাদ প্রতিদিন-এ
Highlights
- মঙ্গলবার সকালে বিবৃতি দিয়ে কুস্তিগিররা জানান, তাঁদের সমস্ত পদক হরিদ্বারের গঙ্গায় বিসর্জন দেবেন।
- প্রথম থেকে তাঁদের আন্দোলনের সমর্থনকারী কৃষক নেতারা জানান, হরিদ্বারে গিয়ে কুস্তিগিরদের সঙ্গে আলোচনায় বসতে চান তাঁরা।
- আগামী পাঁচদিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণকে। ততদিন পর্যন্ত পদক বিসর্জনের সিদ্ধান্ত স্থগিত রাখবেন কুস্তিগিররা।