Advertisement
Advertisement

চেনা সিন্ধুর অচেনা ছবি

ক্লিক করে দেখে নিন তাঁর ফটোশুটের কিছু বিশেষ মুহূর্ত৷

P.V. Sindhu's different look in the latest photoshoot with a Magazine
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 20, 2016 2:21 pm
  • Updated:July 13, 2018 6:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোর্টে তাঁর আগ্রাসন ইতিমধ্যেই নজর কেড়েছে দেশবাসীর৷ তাঁর স্ম্যাশে একের পর এক বিপক্ষকে উড়ে যেতে দেখেছেন ব্যাডমিন্টন ভক্তরা৷ রিওর মঞ্চে রুপো জিতে দেশকে গর্বিত করেছেন তিনি৷ সেই পি ভি সিন্ধুকেই দেখা গেল এক্কেবারে অন্য অবতারে৷ প্রথম ঝলকে তো অনেক ভক্ত তাঁকে চিনেই উঠতে পারছিলেন না! এ কোন সিন্ধু? ইনি ভারতীয় শাটলার না কি দেশের প্রথম সারির কোনও মডেল? হকচকিয়ে যাওয়ার মতোই ছবি!

sub-buzz-11603-1476788965-1_1476857746

Advertisement

আসলে জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন জেএফডব্লিউ-র জন্য ফটোশুট করলেন হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা৷ ডিজাইনার কালেকশন গায়ে চাপিয়ে লেন্সবন্দি হল তাঁর অচেনা সৌন্দর্য৷ কখনও রেড হট পোশাকে তো সিন্ধু কখনও হয়ে উঠলেন ব্লু বিউটি৷

sub-buzz-13806-1476789719-1_1476857746

ফটোশুটের মাঝেই নিজের ছোটবেলার নানা অজানা কথা জানালেন সিন্ধু৷ ওলিম্পিকের প্রস্তুতির জন্য কোচ পুল্লেলা গোপীচাঁদ তাঁকে কী কী পরামর্শ দিয়েছিলেন, তাও বললেন৷ সঙ্গে মনে করিয়ে দিলেন, একটা রুপোতেই সন্তুষ্ট নন তিনি৷ সবে পথ চলা শুরু৷ এখনও অনেক পদক জেতা বাকি রয়েছে৷

ক্লিক করে দেখে নিন তাঁর ফটোশুটের কিছু বিশেষ মুহূর্ত৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement