Advertisement
Advertisement

এবার খেলরত্ন সম্মান পাবেন প্যারালিম্পিয়ানরাও

শুধু কঠোর পরিশ্রম করেই নয়, নিজের সঙ্গেও প্রতিনিয়ত লড়াই করে আত্মবিশ্বাস জুগিয়ে তাঁদের পৌঁছতে হয় 'দ্য গ্রেটেস্ট শো'-এর মঞ্চে৷

Paralympians may awarded Khel Ratna from next year
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 18, 2016 3:24 pm
  • Updated:September 18, 2016 3:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাক্ষী মালিকের মতো দীপা মালিকও দেশকে পদক এনে দিয়েছেন৷ সব প্রতিকূলতাকে পিছনে ফেলে দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনিও৷ তা সত্ত্বেও রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান একজন৷ অন্যজন বঞ্চিত হন৷ পার্থক্য একটাই৷ একজন ওলিম্পিয়ান আর অন্যজন প্যারালিম্পিয়ান৷ অথচ তাঁদের কৃতিত্ব তো কোনও অংশেই কম নয়!

শুধু কঠোর পরিশ্রম করেই নয়, নিজের সঙ্গেও প্রতিনিয়ত লড়াই করে আত্মবিশ্বাস জুগিয়ে তাঁদের পৌঁছতে হয় ‘দ্য গ্রেটেস্ট শো’-এর মঞ্চে৷ তাহলে কেন দীপা মালিকের মতো প্যারালিম্পিয়ানদের খেলরত্ন সম্মান দেওয়া হয় না? ক’দিন আগেই এমন প্রশ্নে সরব হয়েছিলেন কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং৷ তাঁর পাশে দাঁড়িয়েছিল ক্রীড়ামহলও৷ তবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল জানিয়েছিলেন, সাড়া জাগানো কৃতিত্বের পরেও ভারতীয় প্যারালিম্পিয়ানরা খেলরত্নর দাবিদার নাও হতে পারেন৷ কিন্তু প্রতিবাদের শব্দ জোড়ালো হতেই দু’দিনের মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন ক্রীড়ামন্ত্রী৷ শনিবার তিনি জানালেন, আগামী বছর থেকে প্যারালিম্পিকে পদক জয়ীদের খেলরত্ন পুরস্কার দেওয়ার কথা বিবেচনা করা হবে৷

Advertisement

শনিবার ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপীচাঁদের দু’টি অ্যাকাডেমি ঘুরে দেখেন বিজয় গোয়েল৷ এদিনই সাইয়ের তরফে রিও ওলিম্পিকের ব্যর্থতার রিপোর্ট তুলে দেওয়া হয় তাঁর হাতে৷ বিজয় গোয়েল জানান, রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ ওলিম্পিকে ভারতীয় অ্যাথলিটরা মুখ থুবড়ে পড়লেও প্যারালিম্পিকে কামাল করছেন দীপা, দেবেন্দ্ররা৷ অর্থাৎ আগামী বছর থেকে খেলরত্নের সম্মানে ভূষিত করা হতে পারে প্যারালিম্পিয়ানদেরও৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ