Advertisement
Advertisement

Breaking News

রোনাল্ডো ম্যাজিকে ঝলসে গেল ওয়েলস

ইউরোর সেমিতে শেষ হাসি হাসলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ হার মানতে হল ওয়েলসের গ্যারেথ বেলকে৷

Portugal beats wales by 2-0 and ensures Euro 2016 final
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 7, 2016 3:17 am
  • Updated:September 14, 2019 3:53 pm

পর্তুগাল-২(রোনাল্ডো, নানি)

ওয়েলস-০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’জনেই তারকা ফুটবলার৷  ফুটবল দক্ষতায়, ব্যক্তিগত নৈপুণ্যের নিরিখে একে অন্যকে টেক্কা দিতে পারেন নানা বিষয়ে৷  তবু ইউরোর সেমিতে শেষ হাসি হাসলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷  হার মানতে হল ওয়েলসের গ্যারেথ বেলকে৷ দলীয় শক্তিই তারকার রোশনাই ছাপিয়ে ফারাক গড়ে দিল দুই ফুটবলারের মধ্যে৷  একই ক্লাবের সতীর্থ হয়েও দু’জন থেকে গেলেন ইউরোর দুই গোলার্ধে৷  একজনের হাতে এল ফাইনালের টিকিট৷  অন্যজনকে এবারের মত ইতি টানতে হল ইউরো অভিযানে৷

Advertisement

আসলে এদিনের লড়াই যতই পর্তুগাল বনাম ওয়েলসের হোক, কার্যত তা হয়ে উঠেছিল রোনাল্ডো বনাম গ্যারেথ বেলের৷  দু’জনেই রিয়ালের হয়ে ঘাম ঝরান৷  সতীর্থ, তবু ক্লাব ফুটবলের জনপ্রিয়তা-ইগোর চোরাটান দুই ফুটবলারের মধ্যে পুরোদমে বর্তমান৷  একজন রিয়ালের একছত্র অধিপতি, অন্যজন নিজের দক্ষতায় জনপ্রিয়তার ভরকেন্দ্র নিজের দিকে টেনে নিতে পারেন৷  নিজেরা মুখে তাই যাই বলুন, দেশের হয়ে দু’জনের মুখোমুখি হওয়া মাত্র লড়াইটা দল থেকে নেমে এসেছিল ব্যক্তিতে৷ কিন্তু দিনের শেষে ফুটবল ‘টিম গেম’ই৷  আর তাই একক নৈপুণ্যে দলকে অনেকখানি টানলেও জয়ের চৌকাঠ পার করাতে পারলেন না বেল৷

CmtJVj8XgAAjFWd

 প্রথমার্ধে নিজেদের দুর্গ ভালই আগলে রেখেছিলেন বেলরা৷  বেলের দুরন্ত গতি অন্তত একবার পর্তুগাল রক্ষণকেও ভাঙতে পেরেছিল৷  তুলনায় নিষ্প্রভই ছিলেন রোনাল্ডো৷ তাঁর বিশ্বখ্যাত ড্রিবলিংয়ের ঝলক দেখা গেলেও কাজের কাজ কিছু হয়নি৷ কিন্তু ওয়েলস দুর্গের এই অটুট বাঁধন ভাঙল দ্বিতীয়ার্ধের গোড়াতেই৷  ম্যাচের ৫০ মিনিটে অসাধারণ দক্ষতায় হেডে ওয়েলসের জালে বল জড়িয়ে দেন রোনাল্ডো৷  সেই শুরু৷  এরপর থেকে ওয়েলস রক্ষণ আর না পেরেছে ঘর সামলাতে, না দানা বেঁধেছে তাদের আক্রমণ৷ তিন মিনিটের মধ্যেই পর্তুগালের হয়ে ব্যবধান বাড়ান নানি৷ ম্যাচের রাশ তখনই পর্তুগালের হাতে চলে আসে৷ ভোক্সকে নামিয়ে খেলার ছকে বদল আনেন কোলম্যান৷  কিন্তু তাতেও ভাগ্য সুপ্রসন্ন হয়নি ওয়েলসের৷

CmtSTQDXEAA4kZr

 দ্বিতীয়ার্ধে আরও  সহজ সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান বাড়াতে পারত পর্তুগাল৷  সেই তুলনায় গ্যারেথ বেলের গোটাকয় দূরপাল্লার শট ছাড়া ওয়েলসের বলার মতো তেমন কিছু ছিল না৷  বেল প্রাণপণ চেষ্টা করলেও, কথায় বলে না, ওস্তাদের মার শেষ রাতে! এদিন সেটাই করে দেখালেন রোনাল্ডো৷ দলকে দ্বিতীয়বার ইউরোর ফাইনালে তো তুললেনই, সেই সঙ্গে ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিকানাও এল সিআর সেভেনের দখলে৷ অন্যদিকে এবারের ইউরোর ইতিহাসে ট্রাজিক হিরো হয়েই থেকে গেলেন বেল৷

Cmtej-JWAAETb5x

প্রতিযোগিতার শুরুতে ওয়েলসের এহেন সম্ভাবনা কেউ ভেবেই দেখেনি৷  বেলের ক্লাব ফুটবলের সতীর্থরাও তাঁদের দলের যাত্রাকে তিন ম্যাচের অভিযান হিসেবেই দেখেছিলেন৷  অর্থাৎ গ্রুপ পর্যায়েই ওয়েলসের দৌড় শেষ হবে এমনটাই ধরে নিয়েছিলেন অনেকে৷  শুধু তা ধরে নেননি ওয়েলসের খেলোয়াড় আর সমর্থকরা৷  ফাইনালের দোরগোড়া থেকে তাঁদের ফিরতে হল বটে, তবু এই অকুণ্ঠ সমর্থনের জন্য দর্শকদের কৃতজ্ঞতা জানিয়ে গেলেন বেলরা৷  এই প্রথমবার ইউরোর সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ওয়েলস৷

অন্যদিকে পর্তুগাল মুখোমুখি হবে জার্মানি বনাম ফ্রান্স ম্যাচের বিজয়ীর সঙ্গে৷  আপাতত তাই দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স-জার্মানি দ্বৈরথের দিকেই তাকিয়ে ফুটবল অনুরাগীরা৷

CmtSpJ0WYAAiVE4

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ