সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিএসজি-লিও মেসি (Lionel Messi) বিচ্ছেদ হচ্ছেই। সাঁ জাঁ কোচ ক্রিস্তোফ গালতিয়ের (Cristophe Galtier) জানিয়ে দিলেন, ক্লেরমন্টের বিরুদ্ধে ক্লাবের জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামবেন মেসি। ৪ জুন পিএসজি-র প্রতিপক্ষ ক্লেরমন্ট।
তিনি যে প্যারিসের বিখ্যাত ক্লাব ছাড়বেন, এ তো জানা ছিল সবারই। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছিল না। সরকারি সিলমোহরও দিচ্ছিলেন না পিএসজির কেউই। অবশেষে কোচ নিজেই জানিয়ে দিলেন, মেসির পিএসজি বিদায়ের দিনক্ষণ।
এলএম ১০-এর পিএসজি ছাড়া নিয়ে কত জল্পনা। কবে ছাড়বেন ক্লাব, কোথায় যাবেন, তা নিয়ে নিরন্তর চলছে চর্চা। এর মধ্যেই গালতিয়ের স্বয়ং জানিয়ে দিলেন মেসির পিএসজি ছাড়া কেবল সময়ের অপেক্ষা।
[আরও পড়ুন: ডিম আমিষ না নিরামিষ? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ডিম খাওয়া দেখে প্রশ্ন বিজেপির অন্দরে!]
বৃহস্পতিবার সাঁ জাঁ কোচ গালতিয়ের জানান, ”ফুটবলের ইতিহাসে শ্রেষ্ঠ প্লেয়ারকে কোচিং করার সুযোগ পেয়েছি। ক্লেরমন্টের বিরুদ্ধে সপ্তাহের শেষে নামবে পিএসজি। সেটাই হবে প্যারিস সাঁ জাঁয় মেসির শেষ ম্যাচ।”
২০২১ সালে পিএসজি-তে যোগ দেন এলএম ১০। পিএসজি-র জার্সিতে ২১টি গোল করেছেন তিনি। প্রাণের প্রিয় বার্সেলোনা ছাড়ার আগে হাপুষ নয়নে মেসির কান্নার ছবি ভাইরাল হয়ে যায়।
পিএসজি-অধ্যায়ে বিতর্ক পিছু ছাড়েনি মেসিকে। অস্বস্তিতে কেটেছে তাঁর দিবারাত্রি। ক্লাবকে না জানিয়ে সৌদি আরবে চলে গিয়েছিলেন। পিএসজি সমর্থকরা বিষয়টাকে ভাল ভাবে নেননি। দু’সপ্তাহের জন্য তাঁকে সাসপেন্ড করে ক্লাব। এমনকী দলের সঙ্গে তাঁর প্র্যাকটিসে যোগ দেওয়ার উপরও জারি হয় নিষেধাজ্ঞা। এহেন পরিস্থিতিতে ক্ষমা চান লিও। মেসি ক্ষমা চাওয়ার পর তাঁর শাস্তি কমিয়ে দেয় ক্লাব। মাঠেও নামেন মেসি। কিন্তু সমর্থকরা ক্ষমা করেননি বিশ্বচ্যাম্পিয়নকে।
প্রতিপক্ষ অ্যাজাসিও-র বিরুদ্ধে মেসিকে কটাক্ষের মুখোমুখি হতে হয়। সেই ম্যাচে পিএসজি পাঁচ গোলে হারিয়েছিল অ্যাজাসিওকে। ম্যাচ চলাকালীন মেসির দিকে উড়ে এসেছিল বিশেষ কিছু শব্দবন্ধনী।
🚨 PSG manager Christophe Galtier has just confirmed that Leo Messi will leave PSG at the end of the season.
“I had a privilege of coaching the best player in the history of football. It will be Leo’s last match at the Parc des Princes against Clermont”. pic.twitter.com/hieCFUFBQm
— Fabrizio Romano (@FabrizioRomano) June 1, 2023
ক্লেরমন্টের বিরুদ্ধে ম্যাচে মেসিকে নিশ্চয় এরকম অস্বস্তিকর মুহূর্তের সম্মুখীন হতে হবে না। শেষ ম্যাচ সব দিক দিয়ে রাঙিয়ে দিতে চাইবেন স্বয়ং মেসিও। তাঁর ভক্তরাও সেই মহামুহূর্তের জন্য যে তৈরি হচ্ছেন, একথা বলাই বাহুল্য।
[আরও পড়ুন: জোড়া ধাক্কা মণ্ডল পরিবারে, খারিজ সুকন্যার জামিনের আবেদন, পিছিয়ে গেল অনুব্রতর আরজিও]
সব খবরের আপডেট পান সংবাদ প্রতিদিন-এ
Highlights
- প্যারিস সাঁ জাঁ কোচ ক্রিস্তোফ গালতিয়ের জানিয়ে দিলেন ক্লেরমন্টের বিরুদ্ধে ম্যাচের পরই ক্লাবের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে লিওনেল মেসির।
- ৪ জুন পিএসজি-র প্রতিপক্ষ ক্লেরমন্ট। সেটাই প্যারিস সাঁ জাঁ জার্সিতে শেষ ম্যাচ আর্জেন্টাইন মহানায়কের।
- এলএম ১০-এর পিএসজি ছাড়া নিয়ে কত জল্পনা। কবে ছাড়বেন ক্লাব, কোথায় যাবেন, তা নিয়ে নিরন্তর চলছে চর্চা।