Advertisement
Advertisement
Ranji Trophy 2023-24

বাংলার কাছে ‘ভিলেন’ কানপুরের কুয়াশা, তিন পয়েন্ট নিয়ে ফিরছেন মনোজ-লক্ষ্মী

অলরাউন্ড পারফরম্যান্স করে নজর কাড়লেন মহম্মদ কাইফ।

Ranji Trophy 2023-24: Bengal took first innings lead against Uttar Pradesh and match ended in a drawn due to heavy fog। Sangbad Pratidin

লড়েও জয় অধরা। লক্ষী-মনোজের আক্ষেপ কমছে না। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 15, 2024 4:14 pm
  • Updated:January 15, 2024 4:14 pm

উত্তরপ্রদেশ, প্রথম ইনিংস: ৬০ (নীতীশ রানা ১১, কাইফ ৪/১৪, সূর্য ৩/২০, ঈশান ২/২৪)
বাংলা, প্রথম ইনিংস: ১৮৮ (কাইফ ৪৫*, শ্রেয়াংস ৪১, ভুবনেশ্বর কুমার ৮/৪১)
উত্তরপ্রদেশ, দ্বিতীয় ইনিংস: ১৭৮/৪ (সমর্থ ৫৪, আরিয়ান ৪২, নীতীশ রানা ৪৭*, আকাশ ১১*, কাইফ ৩/৭২, সূর্য ১/৩০)
বাংলা, দ্বিতীয় ইনিংস: ০/০
ম্যাচ ড্র, বাংলা প্রথম ইনিংসে এগিয়ে 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। ‘ভিলেন’ কানপুরের কুয়াশা। গত তিন দিনের মতো ম্যাচের শেষ দিনও বাংলার (Bengal) কাছে সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়াল মন্দ আবহাওয়া ও কুয়াশা। আর তাই চলতি রনজি ট্রফিতে (Ranji Trophy 2023-24) উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিরুদ্ধে বাংলাকে তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল। ড্র হলেও প্রথম ইনিংসে ১২৮ রানে এগিয়ে থাকার সুবাদে ড্র করলেও পয়েন্ট পেল মনোজ তিওয়ারির (Manoj Tiwary) দল।

Advertisement

তৃতীয় দিনের মতো চতুর্থ দিনও সকাল থেকে কুয়াশার দাপট দেখা যায়। এত কুয়াশা ছিল যে খেলার পরিবেশ ছিল না। তাই আম্পায়াররা সিদ্ধান্ত নেন, কুয়াশা কমার অপেক্ষা করবেন। কিন্তু খেলা আর শুরু করা যায়নি। তখন উত্তরপ্রদেশেরই দ্বিতীয় ইনিংস শেষ হয়নি। বাংলার দ্বিতীয় ইনিংস বাকি ছিল। তাই একটা সময় পড়ে খেলা ড্র ঘোষণা করে দেন আম্পায়াররা। তবে তৃতীয় দিন যতটুকু খেলা হয়েছিল, তাতে বিপক্ষকে চাপেই রেখেছিল বঙ্গ ব্রিগেড। সৌজন্যে সেই মহম্মদ কাইফের (Mohammad Kaif) আগুনে পেস বোলিং। যদিও দিনের শেষে ক্রিজে ৪৬ রানে অপরাজিত থেকে বাংলার চিন্তা বাড়াচ্ছিলেন নীতীশ রানা (Nitish Rana)। কারণ ৪ উইকেট হারালেও, উত্তর প্রদেশ ১৭৮ রান তুলেছিল। ফলে লিড ছিল ৫০ রানের।

Advertisement

[আরও পড়ুন: ‘বিরাট’ স্পর্শের তাগিদে মাঠে ঢুকলেন ভক্ত, এর পর…]

দুই ওপেনার সমর্থ সিং ও আরিয়ান জুয়াল প্রথম উইকেটে ৯৯ রান যোগ করে দেন। দ্রুত গতিতেই রান তুলছিলেন দুজন। সমর্থকে (৫৪) ফিরিয়ে উত্তর প্রদেশকে প্রথম ধাক্কা দিয়েছিলেন কাইফ। আর এক ওপেনার আইয়ানকেও আউট করেন মহম্মদ শামির ভাই। এমনকি প্রিয়ম গর্গকেও সাজঘরের পথ দেখান সবেমাত্র দ্বিতীয় রনজি ম্যাচ খেলা এই বোলার। অবশ্য পিছিয়ে ছিলেন না নবাগত জোরে বোলার সূর্য। প্রথম ইনিংসে ২০ রানে ৩ উইকেট নেওয়ার পর এবার দ্বিতীয় ইনিংসে নিলেন ৩০ রানে ১ উইকেট। কাইফ নিলেন ৭২ রানে ৩ উইকেট। এর আগে প্রথম ইনিংসে মাত্র ১৪ রানে ৪ উইকেট নেওয়ার পর, কঠিন সময় মারমুখী মেজাজে ৭৯ বলে ৪৫ রানে অপরাজিত ছিলেন কাইফ।

যদিও বাংলার কাঁটা হয়ে ক্রিজে টিকে ছিলেন বিপক্ষের অধিনায়ক নীতীশ রানা। তৃতীয় দিনের শেষে ক্রিজে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা। মারমুখী ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। ফলে ৫০ রানে এগিয়ে ছিল উত্তরপ্রদেশ। কিন্তু মন্দ আবহাওয়ার জন্য খেলা শুরুই করা গেল না। ৩ পয়েন্ট নিয়েই ফিরছে বঙ্গ ব্রিগেড। আগামী ১৯-২২ জানুয়ারি ইডেন গার্ডেন্সে ছত্তিশগড়ের বিরুদ্ধে নামবে বাংলা।

রনজি ট্রফিতে বাংলার পরবর্তী ম্যাচগুলোর সূচি

বাংলা বনাম ছত্তিশগড়, ১৯-২২ জানুয়ারি, কলকাতা

অসম বনাম বাংলা, ২৬-২৯ জানুয়ারি, গুয়াহাটি

বাংলা বনাম মুম্বই, ০২-০৫ ফেব্রুয়ারি, কলকাতা

কেরল বনাম বাংলা, ০৯-১২ ফেব্রুয়ারি, থুম্বা

বাংলা বনাম বিহার, ১৬-১৯ ফেব্রুয়ারি, কলকাতা

[আরও পড়ুন: বিরাটকে ছাড়াই টি-২০ বিশ্বকাপের দল গঠন?, বড় মন্তব্য করে দিলেন প্রাক্তন তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ