Advertisement
Advertisement

Breaking News

‘সুলিন’-ঝড়ের মতো জীবনে কিছু দেখিনি: গম্ভীর

ওরা কেবল পেটায়ইনি, আরসিবি আক্রমণকে ধূলিসাত্‍ করেছে৷

Saw nothing like Sunil Narine-Chris Lynn's devastating spell
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 9, 2017 3:48 am
  • Updated:July 11, 2018 10:48 am

সংবাদ প্রতিদিনএর জন্য বিশেষ আইপিএল কলম লিখছেন কেকেআর অধিনায়ক৷ গৌতম গম্ভীরএর কাছে ক্রিস লিন আর সুনীল নারিনের ব্যাটিংয়ের ততটাই তফাত, যতটা ওঁদের হেয়ারস্টাইলের৷  

খুচখাচ দু’-একটা ঘটনা বাদে গতকালটা সুপার সানডে হয়ে উঠেছিল৷ দু’টো ছোটখাটো ধাক্কার কথা যেটা বলছি তার একটা মাঠের ঘটনা৷ আর অন্যটা ডিনার টেবিলের বিপর্যয়! পরে সেগুলোর প্রসঙ্গে আসছি৷ প্রথমেই আসি সুনীল নারিন-ক্রিস লিন কম্বো-র কথায়, ওরা যে কাণ্ডটা আরসিবি-র বিরুদ্ধে ঘটাল সে কথায়!

Advertisement

স্বীকার করতেই হচ্ছে, রবিবার সকালে আমি নার্ভাস ছিলাম৷ ভীষণভাবে চাইছিলাম আইপিএলে আমাদের অষ্টম জয়টা আসুক আর একইসঙ্গে পৌঁছে যাই প্লে-অফের একেবারে দোরগোড়ায়৷ ছোট মাঠে টস জেতাটা আমাদের কাজে সাহায্য করেছে৷ স্লো পিচে আমাদের বোলাররা খুব কম রানে গেইল, ডিভিলিয়ার্স, বিরাটকে আউট করে দুর্দান্ত একটা ভিত গড়ে দিয়েছিল৷ ওরা তিনজন তাড়াতাড়ি ফিরে যেতে বুঝে গিয়েছিলাম, আরসিবি-কে এমন একটা স্কোরে আটকে রাখতে পারব যেটা আমাদের তুলে ফেলা সাধ্যের মধ্যে৷ তারপর ১৫৯ তাড়া করতে যাওয়ার আগে লিন আর সুনীলকে বলা হয়েছিল, প্রথম ছ ওভারে ওদের বোলিংকে যত পারবে পেটাও৷ কিন্তু ভেবে বার করুন তো, ওরা কোন ব্যাটিং ম্যানুয়াল অনুসরণ করেছিল গতকাল? কারণ ওরা কেবল পেটায়ইনি, আরসিবি আক্রমণকে ধূলিসাত্‍ করেছে৷ আমি জীবনে কখনও কোনও ক্রিকেট ম্যাচে ক্রিজের দু’দিক দিয়েই এরকম একটানা পাওয়ার হিটিং দেখিনি!

Advertisement

[মেসি কিন্তু মেসি নন! তাহলে কে ইনি?]

লিনকে নিয়ে আমি একটু ভয়ে-ভয়ে ছিলাম৷ চোট থেকে উঠে অনেক দিন পর ম্যাচে ফিরেছে৷ কাজটা মোটেই সহজ নয়৷ কিন্তু ও যে ভঙ্গিতে ব্যাট করল তাতে ওর নিজের উপর বিশ্বাসটাই ফুটে উঠেছে৷ মানসিকভাবে ও কতটা শক্তিশালী সেটাও বোঝাল৷ প্রথম ওভারেই দু’টো বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারি মারল৷ এবং আবার কোনও হালকা হিট নয়৷ তিনটেই মাসল ফুলিয়ে মারা ভয়ঙ্কর পাঞ্চ! শেহবাগ-ওয়ার্নারদের এরকম মারতে দেখেছি৷ এরা সবাই সত্যিকারের দ্রূত ব্যাটিংয়ের এক-একটা বার্তা৷ লিন ওই ধাঁচের ব্যাটসম্যান৷ গ্যালারি লিন-শো দেখে গা-গরম করছিল৷ একটা ব্লকবাস্টার দেখার সম্ভাবনা তৈরি হয়ে উঠছিল৷ ঠিক তখনই সুনীলের ক্যারাভান সরবে এসে হাজির!

[অটো চালিয়ে মেয়ের পড়ার খরচ জোগাড় ট্রাফিক পুলিশের এই হোমগার্ডে]

আমি জানি না, স্যামুয়েল বদ্রী আর সুনীল নারিনের মধ্যে কোনও পুরনো গপ্পো আছে কি না! কিন্তু আমার লোকটা গতকাল বদ্রীর পিছনে ধাওয়া করেছিল৷ ওর এক ওভারে তিনটে ছক্কা আর একটা বাউন্ডারি মারল৷ লিনের উপর থেকে আলোটা সুনীল সম্পূর্ণ নিজের দিকে ঘুরিয়ে দিল৷ তবে অজির মতো গায়ের জোরে মেরে নয়৷ ওয়েস্ট ইন্ডিয়ানের সব বিগ হিটের পিছনে নিখুঁত টাইমিং আর ফিনিসে সূক্ষ্মতা৷ দু’জনের ব্যাটিং স্টাইলের পার্থক্য ততটাই, যতটা ওদের হেয়ারস্টাইলে তফাত–লিনের মাথা কোনওরকম কায়দা ছাড়াই সম্পূর্ণ কামানো৷ সুনীলের মোহক কাট-টা আবার গুছিয়ে করা৷ লিনের মুখ দেখে রোম্যাণ্টিক মনে হলেও সময়বিশেষে ও নিষ্ঠুর হয়ে উঠতে পারে৷ সুনীল সেখানে আপনাকে অভ্যর্থনা জানাবে ফুল, চকোলেট-সহ ওর নিখুঁত শিভালরি-তে!

ছয় ওভারেই কেকেআর বিনা উইকেটে ১০৫ তুলে ফেলে৷ যে ঝড়ের অর্থ, আমার মতো সাধারণ মানুষ প্রত্যেকটি রান করার আগে-পরে একবার করে হাই তুলতে পারে! গতকাল আপনাদের ‘বোর’ করার জন্য আমি দুঃখিত৷ কিন্তু লিন-নারিনের মতো পাওয়ার হিটিং অসম্ভব! ওদের জুটির একটা নাম দিয়েছি– ‘সুলিন’৷ যেটা অনেকটা ইনসুলিন-এর মতো শোনায়৷ হতে পারে সেটার থেকেই নতুন শব্দটার ভাবনা এসেছে৷ যেহেতু ওরা দু’জন আমাদের ব্যাটিংয়ে এনার্জি শট সরবরাহ করেছে৷ আরেকজন আমাদের টিমে এনার্জি এনেছে– উমেশ যাদব৷ ও আমাদের গেইল এবং বিরাট এনে দিয়েছে৷ উমেশ যে স্লোয়ারে বিরাটের উইকেট পেল সেটা আমার কাছে একটা স্পেশাল ডেলিভারি৷ এরকম ডেলিভারি করতে বোলারের নিজের উপর নিয়ন্ত্রণের দরকার৷

[সোশ্যাল মিডিয়ায় বিপজ্জনক পোস্ট শেয়ার না করার ডাক কেন্দ্রের]

লেখার শুরুতে যে দু’টো ছোটখাটো দুর্ঘটনার কথা বলেছিলাম, সেই দু’টোই ঘটেছিল আমরা জিতে ওঠার পর৷ আমি মারাত্মক ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ভক্ত৷ কাল রাতে আর্সেনালের কাছে ম্যাঞ্চেস্টারের হার খুব সহজে আমার হজম হওয়ার কথা নয়৷ কিন্তু আমি জানি ম্যান ইউ এই ম্যাচে ওদের সেরা দল নামায়নি, ইত্যাদি, ইত্যাদি৷ তবে হারটা তো হারই৷ দিনের শেষে এটাই লেখা থাকছে, আর্সেনালের কাছে ম্যাঞ্চেস্টার দু’গোলে হেরেছে৷ অন্য দুর্ঘটনাটা হল, ডিনারে যে চিকেন টিক্কা মশালা খেলাম সেটার স্বাদ খুব খারাপ! সাধারণত এই দু’টোর কোনওটাকেই আমি ক্ষমা করতে পারি না৷ কিন্তু এই রবিবারটা অন্যরকম ছিল যে!ধন্যবাদ ‘সুলিন’!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ