Advertisement
Advertisement

Breaking News

মহম্মদ শামিকে জেরা দুর্নীতিদমন শাখার, আইপিএলে খেলা নিয়েও অনিশ্চয়তা

অভিযোগ ও এফআইআরের কপি জমা পড়ল বিসিসিআই-এ।

Shami interrogated by Anti coruption Branch oo BCCI at Delhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 15, 2018 9:26 pm
  • Updated:March 15, 2018 9:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  স্ত্রীর তোলা গড়াপেটার অভিযোগের প্রেক্ষিতে মহম্মদ শামির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিসিসিআই। বৃহস্পতিবার দিল্লিতে শামিকে জেরা করলেন বোর্ডের দুর্নীতিদমন শাখার আধিকারিকরা। শুক্রবার ফের তাঁকে জেরা করা হতে পারে। বৈঠকে বসবেন আইপিএলের গভর্নিং বডির সদস্যরাও। এবছরের আইপিএল ভারতীয় দলের এই পেসার খেলতে পারবেন কিনা, তা নিয়ে বৈঠকে চূ়ড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানা গিয়েছে। এদিন শামির স্ত্রী হাসিনের জাহানের আইনজীবী জানিয়েছেন, শামির বিরুদ্ধে সমস্ত অভিযোগ লিখিত আকারে বিসিসিআইকে জানানো হয়েছে। পাঠানো হয়েছে এফআইআরের কপিও।

[ম্যাচ গড়াপেটায় যুক্ত ছিলেন শামি? তদন্ত শুরু করল বিসিসিআই]

Advertisement

একাধিক বিবাহ-বর্হিভূত সম্পর্ক, পাক মহিলার কাছ থেকে টাকা নেওয়া, এমনকী পরোক্ষে ম্যাচ গড়াপেটাও। স্ত্রীর একের পর এক বিস্ফোরক অভিযোগে ঘোর বিপাকে ক্রিকেটার মহম্মদ শামি। অনিশ্চয়তার মুখে তাঁর ক্রিকেট জীবনও। শামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে পরকীয়া, শারীরিক অত্যাচার, এমনকী ধর্ষণের অভিযোগে এফআইআর করেছেন স্ত্রী হাসিন জাহান। তাঁর অভিযোগ, আলিশবা নামে এক পাক মহিলার কাছ থেকে টাকা নিতেন শামি। ইংল্যান্ডের ব্যবসায়ী মহম্মদ ভাইয়ের নির্দেশেই নাকি টাকা নিতেন তিনি। কিন্তু, পাক মহিলার কাছ টাকা নিতেন শামি?  সে বিষয়ে অবশ্য নিশ্চিত নন শামির স্ত্রী। বিসিসিআইকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেছেন তিনি। হাসিনের এই  অভিযোগের সঙ্গে ম্যাচ গড়াপেটার কোনও সম্পর্ক আছে কিনা, তা খতিয়ে দেখতেই মহম্মদ শামির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিসিসিআই। বোর্ডের দুর্নীতির দমন শাখার প্রধান নীরজ কুমারকে তদন্তের দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্টে নিযুক্ত বিসিসিআইয়ে প্রশাসনিক কমিটি।

Advertisement

[প্রথম বিয়ে ও সন্তানদের কথা গোপন করেছিলেন হাসিন, পালটা অভিযোগ শামির]

শুক্রবার দিল্লিতে শামিকে জেরা করলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। জানা গিয়েছে, জেরায় পাক মহিলা আলিশবার কাছ টাকা নেওয়া নিয়ে ভারতীয় দলের পেসার করে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। ইংল্যান্ডের ব্যবসায়ী মহম্মদ ভাইয়ের সম্পর্কে জানতে চাওয়া হয়। শুক্রবার ফের জেরা করা হবে। ওইদিনই আবার আইপিএলের গর্ভনিং বডির বৈঠক। শোনা যাচ্ছে, বৈঠকে আইপিএলে শামি খেলতে পারবেন কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে শামির বিরুদ্ধে যাবতীয় অভিযোগ ও এফআইআর-এর কপিও বোর্ডে পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন হাসিন জাহানের আইনজীবী।

[অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দুরন্ত জয় সিন্ধুর]

এখনও অবশ্য নিজেকে নির্দোষ বলেই দাবি করছেন মহম্মদ শামি। স্ত্রীর বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। এদিন শামি বলেন, স্ত্রীর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার সবরকম চেষ্টা করেছিলেন। তাঁর পরিবারের লোকেরা এক সপ্তাহ ধরে সমঝোতার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু, হাসিন জাহানের পরিবারের তরফে সাড়া মেলেনি।

[ফিল্ডার অন্যমনস্ক, খেলা চলাকালীন বল ছুড়ে ‘শিক্ষা’ দিলেন বোলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ