BREAKING NEWS

১৬ চৈত্র  ১৪২৯  শুক্রবার ৩১ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

OMG! প্রথম সাক্ষাতেই সোফিয়ার সঙ্গে এই কাজ করেছিলেন রোহিত!

Published by: Sulaya Singha |    Posted: January 22, 2019 3:01 pm|    Updated: January 22, 2019 3:01 pm

Sofia Hayat on Rohit Sharma affair

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেখানে সোফিয়া হায়াত সেখানে। কখনও স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তো তো কখনও সন্ন্যাসীনির বেশে শিরোনামে উঠে এসেছেন। ছবিতে তাঁর সেভাবে দেখা না মিললেও সোশ্যাল সাইটে সোফিয়া নিজেকে ভালই জনপ্রিয় করে তুলেছেন। এবার রোহিত শর্মার সঙ্গে নিজের সম্পর্কের গোপন কথা ফাঁস করে দৃষ্টি আকর্ষণ করলেন মডেল-অভিনেত্রী।

কেরিয়ারে নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন সোফিয়া। বর্তমানে জীবনের নানা অজানা কাহিনি লিপিবদ্ধ করছেন। আর সেই বইয়ের উঠে আসছে এতকাল লুকিয়ে থাকা গল্পগুলি। রোহিত শর্মার সঙ্গে ডেটিংয়ের কথা আগেই জানিয়েছিলেন তিনি। এবার টিম ইন্ডিয়ার হিটম্যানের সঙ্গে গোপন রসায়নও প্রকাশ করলেন। ব্রিটিশ মডেল জানান, প্রথমবার রোহিত শর্মার সঙ্গে লন্ডনের একটি নাইট ক্লাবে আলাপ হয়েছিল তাঁর। আর প্রথম সাক্ষাতেই তাঁকে চুমু খেয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান। সোফিয়া বলেন, “লন্ডনের একটা ক্লাবে নিজের ছবির কাজ শেষ হওয়াটা সেলিব্রেট করছিলাম। বন্ধুদের সঙ্গে নাচ করছিলাম। তখনই এক বন্ধু রোহিতের সঙ্গে আমার আলাপ করিয়ে দেয়। জানায়, ইনি ভারতীয় দলের ক্রিকেটার। তবে আমি ক্রিকেট দেখি না। তাই ওকে চিনতাম না। যাই হোক, আমরা কথাবার্তা বলতে থাকি আর ধীরে ধীরে ক্লাবের একটি শান্ত জায়গায় চলে যাই। সেখানেই রোহিত আমায় চুমু খায়। বিষয়টা বেশ ভালই লেগেছিল। তারপর একসঙ্গে নাচও করি আমরা।” সেই সাক্ষাতের পর তাঁদের রসায়ন আরও জমে ওঠে বলেও জানান সোফিয়া।

[গুপ্তধনের সন্ধান এবার জঙ্গলে! ‘টোটাল ধামাল’-এর ট্রেলারে মিলল ইঙ্গিত]

রোহিতের প্রশংসা করে বলেন, “আমরা পরস্পরের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা ভালই উপভোগ করতাম। নানা বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হত। আমাকে সবসময় আগলে রাখত। কিন্তু সংবাদমাধ্যম আমাদের একাধিকবার একসঙ্গে হোটেলে দেখে ফেলে। আর তাতেই শুরু হয় সমস্যা। আমরা এই সম্পর্কটাকে প্রকাশ্যে আনতে চাইনি।” কে মিডিয়াতে তাঁদের সম্পর্ক ফাঁস করেছিলেন, তা জানতে পারেননি সোফিয়া। তবে রোহিত পরবর্তীকালে সাংবাদিকদের জানিয়েছিলেন, সোফিয়ার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। মডেল নেহাত তাঁর ফ্যান। এরপরই সম্পর্কে ফাটল ধরে। রোহিতের এমন মন্তব্যে ব্যথা পান সোফিয়া। আর তখনই ব্রেক-আপের সিদ্ধান্ত নেন।

সোফিয়া জানান, রোহিতের সঙ্গে সবরকম যোগাযোগ ছিন্ন করে দিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও ভারতীয় ক্রিকেটারকে ব্লক করে দেন। সেসব ঘটনা এখন অতীত। বর্তমানে ঋতিকা ও কন্যাসন্তানকে নিয়ে সুখে সংসার করছেন রোহিত। স্তানেসকুর সঙ্গে নতুন জীবন শুরু করেছেন সোফিয়াও।

[আইসিসির বার্ষিক পুরস্কার মঞ্চের সেরা তিন খেতাব, ইতিহাসের খাতায় কোহলি]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে