Advertisement
Advertisement

Breaking News

আমার কেরিয়ার হয়তো এখানেই শেষ: সাইনা

প্রায় দু’মাস ব়্যাকেট, শাটল, কোর্টের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল না৷

Somewhere I feel, it's end of my career: Saina
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 3, 2016 9:38 am
  • Updated:November 3, 2016 9:38 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিজিও হিথ ম্যাথিউজ তাঁকে বারবার বলছেন, ফিরে আসা কঠিন, অসম্ভব নয়৷ কিন্তু এই মুহূর্তে সাইনা নেহওয়ালের শরীরের থেকেও মনের অবস্থা বেশি খারাপ৷ কিছুতেই মানসিক দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারছেন না হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা৷

প্রায় দু’মাস ব়্যাকেট, শাটল, কোর্টের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল না৷ হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার পর থেকে দীর্ঘদিন বিশ্রামে থাকতে হয়েছে তাঁকে৷ সবেমাত্র রিহ্যাব শুরু করেছেন সাইনা৷ কিন্তু এরই মধ্যে হতাশা ঘিরে ধরেছে তাঁকে৷ সাইনা বলছেন, “অনেকেই মনে করছেন, আমার কেরিয়ার নাকি এখানেই শেষ৷ ব্যাপারটা নিয়ে প্রকাশ্যে অনেক আলোচনাও চলছে৷ ব্যক্তিগতভাবে আমিও মনে করছি, এখানেই হয়তো আমাকে থামতে হবে৷ দেখা যাক কতদূর আর যেতে পারি!”

Advertisement

সামনেই চিনা ও হং কং ওপেনে নামবেন৷ তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন৷ কিন্তু কিছুতেই মানসিক দিক থেকে চাঙ্গা হতে পারছেন না সাইনা৷ “কেউ যদি ভাবে আমার কেরিয়ার শেষ তা হলে ভালই হয়৷ খুশি হই৷ আমি এখন এক বছরের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি৷ ধীরে ধীরে এগোতে চাই৷” বলছিলেন ওলিম্পিকে পদকজয়ী তারকা৷

Advertisement

চোট পরবর্তী ফিটনেস নিয়েও কথা বললেন৷ সাইনা বলছিলেন, “ওয়েট ট্রেনিং ভাল হচ্ছে৷ এখন আর ব্যথা নেই৷ তবে অনেকদিন কোর্টের বাইরে থাকায় ছোটখাটো কিছু সমস্যা রয়েছে৷ সেগুলো নিয়ে ভাবছি না৷ রুটিন মেনে প্র্যাকটিস করছি৷” কোচ বিমল কুমারের তত্ত্বাবধানে কর্নাটক ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনে রিহ্যাব চলছে সাইনার৷ সামনেই পর পর দু’টি বড় টুর্নামেন্ট৷ সাইনা তার আগে পুরো ফিট হতে চাইছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ