Advertisement
Advertisement

Breaking News

Sourav Ganguly Rohit Sharma

‘বিশ্বকাপ জেতার থেকেও কঠিন আইপিএলে চ্যাম্পিয়ন হওয়া’, রোহিতের হয়ে ব্যাট ধরলেন সৌরভ

টেস্ট ফাইনালে হারের পর রোহিতের দিকে ধেয়ে আসে সমালোচনার ঝড়।

Sourav Ganguly defends decision of making Rohit Sharma captain । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:June 13, 2023 4:09 pm
  • Updated:June 13, 2023 4:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার (Rohit Sharma) হাতে যেদিন নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হল, সেদিন সবাই ভেবেছিলেন, আইসিসি ট্রফি খরা এবার কাটবে। ২০২১ সালে ক্যাপ্টেনের আর্মব্যান্ড হাতে উঠেছিল ‘হিটম্যান’-এর। কিন্তু রোহিতের ক্যাপ্টেন্সিতে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে আসেনি। সেমিফাইনালে হার মানে ভারত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করেছে রোহিতের ভারত। প্রশ্ন উঠেছে রোহিতের নেতৃত্ব নিয়ে। সমালোচনায় জেরবার ভারত অধিনায়ক। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানিয়েছেন, বিরাট কোহলি সরে যাওয়ার পরে রোহিত শর্মাই ছিলেন প্রথম পছন্দ। সেই সময়ে বোর্ড যে সঠিক সিদ্ধান্তই নিয়েছিল, সেকথাও মনে করিয়ে দেন সৌরভ। জানান, বিশ্বকাপের থেকেও কঠিন আইপিএল। সৌরভ প্রমাণ করার চেষ্টা করেন, সেদিন রোহিতের হাতে দলের আর্মব্যান্ড তুলে দিয়ে কোনও ভুল করেননি তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: সবুজ-মেরুনে সুখবর! আগামী মরশুমেও মোহনবাগানের কোচ ফেরান্দোই]

 

ভারতের প্রাক্তন বোর্ড প্রধান বলেছেন, ”বিরাট কোহলি সরে যাওয়ার পরে নির্বাচকদের একজন ক্যাপ্টেনের দরকার ছিল। সেই সময়ে রোহিতই সেরা ছিল। আরও ওই ছিল প্রথম পছন্দ। পাঁচটা আইপিএল ট্রফি জিতেছে রোহিত। আন্তর্জাতিক পর্যায়তেও ভাল করছিল। এশিয়া কাপ জিতেছিল রোহিতের নেতৃত্বে। সেই সময়ে রোহিতই ছিল সব চেয়ে যোগ্য। ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেও দুর্ভার্গ্যবশত হার মানে।”

Advertisement

প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলেন, ”দু’ বছর আগেও আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিলাম। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত এগিয়েছি। সুতরাং নির্বাচকরা সেরা লোককেই অধিনায়কের জন্য বেছেছিল।”
রোহিতের সমর্থনে সৌরভ জানান, বিশ্বকাপ জেতার থেকেও কঠিন আইপিএলে চ্যাম্পিয়ন হওয়া। সৌরভ বলছেন, ”রোহিতের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে। রোহিত আর এমএস ধোনি পাঁচটা করে আইপিএল খেতাব জিতেছে। বিশ্বকাপ জেতার থেকেও আইপিএলে চ্যাম্পিয়ন হওয়া কঠিন। কারণ আইপিএলে ১৪টি ম্যাচ খেলার পরে প্লে অফ। সেখানে বিশ্বকাপে ৪-৫টা ম্যাচ খেলে সেমিফাইনালে জায়গা করে নেওয়া যায়। আইপিএল চ্যাম্পিয়ন হতে দরকার ১৭টা ম্যাচ।”

রোহিত পাঁচবার এই কঠিন কাজটা করেছেন। তিনি ক্যাপ্টেন হওয়ার পরই মুম্বই ইন্ডিয়ান্স সুদিন দেখেছে। সেই কারণেই ‘হিটম্যান’কে বেছে নিয়েছিল সৌরভের বোর্ড।

[আরও পড়ুন: অশ্বিনের মতো বিস্ময়কর ভাবে বাদ দেওয়া হয়নি কাউকেই, ওভাল বিপর্যয়ের পর বলছেন সানি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ