Advertisement
Advertisement

প্রতিদ্বন্দ্বিতার থেকে বড় মানবিকতা, বার্তা তুলে ধরে বিশেষ পদক

সকলেই জয়ের জন্য আসেন, কিন্তু তাঁরা জয় করলেন হৃদয়৷ সেইসঙ্গে স্থাপন করলেন দৃষ্টান্তও৷

Special olympic medals for Sportsmanship for Nikki Hamblin And Abbey D'Agostino
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 22, 2016 6:54 pm
  • Updated:August 22, 2016 6:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একমাত্র খেলাই শিক্ষা দিতে পারে যে, প্রতিদ্বন্দ্বিতা আসলে এক খেলাই৷ হার-জয়, পরিসংখ্যান, ব্যক্তিগত কীর্তি ছাপিয়ে তাই খেলার আসরে থেকে যায় মানবিকতার এক নিটোল আবেদন৷ বহুক্ষেত্রেই তাতে কালিমা পড়ে৷ এবারের ওলিম্পিকেও দেশের রাজনীতি ছায়া পড়েছে বিভিন্ন দেশের খেলোয়াড়দের উপর৷ ক্রীড়া সংস্কৃতির স্বাভাবিক সৌন্দর্য তাতে নষ্ট হয়েছে৷ তবু কেউ কেউ থাকেন যাঁরা দাঁড়িয়ে থাকেন এর বিপরীতে৷ যেমন নিকি হাম্বব্লিন ও অ্যাবে দ্য অাগোস্তিনো৷ প্রতিদ্বন্দ্বিতার থেক বড় মানবিকতা- বিশ্বের সামনে এ বার্তা তুলে ধরার জন্যই তাঁদের বিশেষ পদক দিয়ে সম্মানিত করল আয়োজক সংস্থা৷

কী হয়েছিল তাঁদের মধ্যে? দৌড় চলাকালীন প্রথমে পড়ে যান নিউজিল্যান্ডের অ্যাথলিট হ্যামব্লিন৷ তাঁর সঙ্গে সঙ্গে পড়ে যান আমেরিকান অ্যাথলিট spirit2600_1471841507আগাস্তিনোও৷ সেই সময় একে অপরকে সাহায্য করেন৷ উঠে দাঁড়ান দু’জন৷ আবার দৌড় শুরু করেন৷ একটু পরে আবার হাঁটুর চোটের জেরে মাটিতে পড়ে যান অাগাস্তিনো৷ তাঁকে দেখে থমকে যান হ্যামব্লিন৷ অাগাস্তিনো তাঁকে ইশারা করেন এগিয়ে যেতে৷ কিন্তু তা করেননি হ্যামব্লিন৷ প্রতিদ্বন্দ্বীর কাঁধে হাত রেখে বলেন, ওঠো আমরা একসঙ্গে দৌড়টা শেষ করতে চাই৷

Advertisement

বিশ্বের বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতার আসরে যে স্পোর্টসম্যানশিপের নমুনা তুলে ধরেছিলেন তাঁরা, তা বিরল৷ খেলা মানে যে স্রেফ একে অন্যকে টপকে যাওয়া নয়, বরং একে অন্যের পাশে এসে দাঁড়ানো সে কথাটিই মনে করিয়ে দিয়েছিলেন এঁরা৷ প্রতিদ্বন্দ্বিতার থেকে মানবিকতা যে বড়, খেলোয়াড়রা যে সবার আগে একজন মানুষ সে বার্তাই তুলে ধরেছিলেন এঁরা৷ আর তাই ইন্টারন্যাশনাল ওলিম্পিক কমিটি তাঁদের বিশেষ পদক দিয়ে সম্মানিত করল৷ সকলেই জয়ের জন্য আসেন, কিন্তু তাঁরা জয় করলেন হৃদয়৷ সেইসঙ্গে স্থাপন করলেন দৃষ্টান্তও৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ