Advertisement
Advertisement

Breaking News

ফাইনালের আগে শান্ত বিরাটের মুখে পাকিস্তানের প্রশংসা

আক্রমণাত্মক ক্রিকেট চান সরফরাজ।

Statistics doesn't matter, says relaxed Virat Kohli before taking Pakistan in Champions Trophy final
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 17, 2017 3:40 pm
  • Updated:June 18, 2017 3:00 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা দল অদ্ভুত রকমের শান্ত। চূড়ান্ত যুদ্ধের আগে নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত। তাদের প্রতিপক্ষ উত্তেজিত। মাঠে নেমে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায়। ওভালের মহারণের আগে এটাই ভারত-পাকিস্তানের শিবিরের ছবি। বিরাট কোহলির মুখে পাকিস্তানের প্রশংসা। আইসিসি টুর্নামেন্টের মুখোমুখি লড়াইয়ে ভারত প্রতিবেশীর থেকে অনেক এগিয়ে থাকলেও, টিম ইন্ডিয়ার অধিনায়ক পরিসংখ্যান পাত্তাই দিচ্ছেন না। নাটকীয়ভাবে প্রত্যাবর্তনের পর স্বপ্নের ফাইনাল। তার আগে ফুটছে পাকিস্তান। পাক অধিনায়ক সরফরাজের মুখে পজিটিভ ক্রিকেটের কথা।

[জানেন, ফাইনালে কোন দলকে সমর্থন করবেন সরফরাজের মামা?]

এই একটা ম্যাচের জন্য তাকিয়ে থাকে ক্রিকেট বিশ্ব। সবথেকে বেশি দর্শক, টিআরপি। সেরা বিনোদন। ২ সপ্তাহের মধ্যে আরও একটা ভারত-পাক ম্যাচ। গ্রুপ লিগের পর ফাইনাল। ক্রিকেট দুনিয়ার সবথেকে উত্তেজক ম্যাচের আগে সাংবাদিকদের সামনে এসেছিলেন দুই অধিনায়ক। ট্রফি নিয়ে হাসি মুখে ছবিতে পোজ দিলেও দুই অধিনায়কের চোখে-মুখে ফাইনালের অঙ্ক। মহারণের আগে অসম্ভব শান্ত বিরাট কোহলি। মাঠে যে মেজাজে ভারত অধিনায়ককে পাওয়া যায় তার ঠিক উল্টো। প্রতিপক্ষকে নিয়ে সম্ভ্রম, প্রশংসায় ভরিয়ে চাপের খেলা অন্যদিকে সরিয়ে দেওয়া। আইসিসির যে কোনও টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ১৪-২-এ এগিয়ে ভারত। এসব তথ্য মাথাতেই আনতে চান না বিরাট। তিনি বুঝিয়ে দিয়েছেন এইসব ম্যাচে পরিসংখ্যান, ইতিহাস চলে না। এটা তাঁর কাছে আরও একটা ম্যাচ। প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিলেও, তার সঙ্গে ফাইনালের মিল খুঁজতে চান না কোহলি। তাঁর কথায়, কোন দল জিতবে তার কোনও গ্যারান্টি নেই। যে দলের মনের জোর বেশি, তারাই শেষ হাসি হাসবে। প্রতিপক্ষকে সম্মান জানিয়ে বিরাট জানালেন, নিজেদের দিনে পাকিস্তান যে কোনও দেশকে হারাতে পারে। প্রত্যেকেই ওদের প্রতিভা এবং ক্ষমতা সম্পর্কে সচেতন। এসপ্তাহেই একদিনের ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন বিরাট। নিজে ফর্মে, ওপেনারদের ব্যাটে রানের বন্যা। কিছুটা প্রশ্ন পাণ্ডিয়ার বোলিং নিয়ে। এসব নিয়ে মাথা ঘামাতে চান না বিরাট। বরোদার অলরাউন্ডারের পাশে দাঁড়িয়ে ক্যাপ্টেন জানিয়ে দিলেন হার্দিক কমপ্লিট প্যাকেজ। টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ফাইনালে উইনিং কম্বিনেশন ধরে রাখার পক্ষপাতী টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।

Advertisement

[যুবরাজকে নিয়ে ‘ঠাট্টা’ সানিয়ার, কপালে জুটল তীব্র সমালোচনা]

ধীর-স্থির ভারতের থেকে অনেক দূরে পাকিস্তান। ফাইনালের আগের দুপুরে তারা যেন ফুটছে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের কাছে দুমড়ে যাওয়ার পরও, পাকিস্তানের প্রত্যাবর্তন ক্রিকেট দুনিয়ার অন্যতম আলোচনার বিষয়। এই স্পিরিটটাই ফাইনালে চান অধিনায়ক সরফরাজ আহমেদ। পাক অধিনায়ক জানিয়েছেন চূড়ান্ত যুদ্ধে আক্রমণাত্মক ক্রিকেট উপহার দিতে চান। যেভাবে খারাপ সময়ে পাক সমর্থকরা পাশে দাঁড়িয়েছিলেন তাতে মুগ্ধ সরফরাজ। সমর্থকদের জন্য ইতিবাচক ক্রিকেট খেলতে চান পাক যোদ্ধারা। ফাইনালে মহম্মদ আমের হয়তো ফিরছেন। তাঁর সঙ্গী সারপ্রাইজ প্যাকেজ হাসান আলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন পাক ক্রিকেটারের অভিষেক হয়েছে। নতুন মুখদের সামনে রেখে আইসিসি টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে রেকর্ড বদলানোর স্বপ্নে মশগুল সরফরাজরা।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ