Advertisement
Advertisement

Breaking News

লঙ্কা জয় করতে পাক বধের আত্মবিশ্বাসই হাতিয়ার কোহলির

বৃহস্পতিবারই চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে পৌঁছতে মরিয়া টিম ইন্ডিয়া৷

Team india will take on Sri Lanka in Champions Trophy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 7, 2017 3:33 pm
  • Updated:June 7, 2017 3:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে জয়টা এসেছিল অত্যন্ত সহজে৷ টিম ইন্ডিয়ার সামনে সরফরাজদের এতটাই অসহায় দেখাচ্ছিল, যে এই ম্যাচকে একপেশেও বলতে পারেরনি বিশেষজ্ঞরা৷ স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে দারুণ তেতে রয়েছেন বিরাট কোহলিরা৷ গত ম্যাচের মতোই বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও দলকে গর্জে উঠতে বললেন ক্যাপ্টেন কোহলি৷

কোহলির দৃঢ় বিশ্বাস পাকিস্তানের বিরু‌দ্ধে দল যেমন খেলেছিল সেই ফর্ম ধরে রাখতে পারলে লঙ্কা বধ করা খুব একটা কঠিন হবে না৷ আর ওভালের বাইশ গজে বাজিমাত করতে পারলেই চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারের টিকিট নিশ্চিত করে ফেলবে টিম ইন্ডিয়া৷ অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খুব একটা চাপ নেওয়ার প্রয়োজন হবে না৷ তার উপর বর্তমান শ্রীলঙ্কা দলের থেকে ধারে ও ভারে যে বিরাটরা অনেকটাই এগিয়ে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই৷ প্রথম ম্যাচে প্রোটিয়াবাহিনী অ্যাঞ্জেলো ম্যাথিউজদের যেভাবে হেলায় হারাল, তাতেই বোঝা গেল, কতটা পলকা হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাজির হয়েছেন তাঁরা৷ সাংবাদিক সম্মেলনেও লঙ্কা অধিনায়ক ম্যাথিউজের বডি ল্যাঙ্গুয়েজে আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা গেল৷ শক্তিশালী ভারতের কাছে তাঁরা যেন হারার আগেই হার মেনে নিয়েছে৷ কিন্তু তা সত্ত্বেও বিপক্ষকে হালকাভাবে দেখতে নারাজ বিরাট৷

Advertisement

[ডোপ কেলেঙ্কারিতে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত সুব্রত পাল]

Advertisement

পাক বধের পর বুধবার প্রথম ওভালে অনুশীলনে নামে টিম ইন্ডিয়া৷ নেটে অশ্বিনের সঙ্গে বোলিং প্র্যাকটিস করলেন যুবরাজ সিংও৷ মাঠের বাইরে বিরাটের চ্যারিটি অনুষ্ঠানে বিজয় মালিয়ার উপস্থিতি নিয়ে উঠেছে নানা প্রশ্ন৷ তবে সেসব নিয়ে এদিনের সম্মেলনে কোনও প্রশ্ন করার অনুমতি ছিল না৷ কথা হল শুধু আগামী ম্যাচ নিয়েই৷ এদিন কোহলি বলছিলেন, “আমাদের দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার রয়েছে যারা নিজেদের প্রতিষ্ঠিত করতে মরিয়া৷ ধীরে ধীরে তারা ভারতীয় দলের অপরিহার্য ক্রিকেটার হয়ে উঠছে৷ তাই জোর দিয়ে বলতে পারি, এরা গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে যেমন খেলেছে, সেই খেলা ধরে রাখতে পারলে আমাদের না জেতার কোনও কারণ নেই৷” ভারতীয় দলের অধিনায়ক ভালমতো জানেন, যে কোনও সময়ই শ্রীলঙ্কার পারফরম্যান্সে উন্নতি ঘটতে পারে৷ ক্রিকেটে কখন কীভাবে একটা দল ঘুরে দাঁড়ায় কেউ বলতে পারে না৷ আর সেই কারণে প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখছেন না রোহিত শর্মা, শিখর ধাওয়ান৷ লক্ষ্মীবারে আকাশের মুখ ভার না হলে, ভারতের সেমিফাইনালে পৌঁছনো শুধু সময়ের অপেক্ষা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ