Advertisement
Advertisement

Breaking News

শেষ ওভারে চাপে পড়ে সিরিজ ধোনির

খেলার শেষে ধোনি বলেই দিলেন, “আমাদের আরও একদিনের পাশে টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে৷ না হলে এই ফরম্যাটে সুবিধা করা যাবে না৷ গর্ব করে বলতে পারি, আমাদের ১০-১২ জন বোলার আছে, যারা যে কোনও সময় দলে আসতে পারে৷”

team india won the t20 series against zimbabwe
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 23, 2016 10:43 am
  • Updated:June 23, 2016 10:43 am

স্টাফ রিপোর্টার: সিরিজের শেষ ওভারের প্রথম বল মাঠের বাইরে যেতে স্রানকে নিয়ে মাঠের মাঝে মিটিং৷ কে নেই সেখানে! এমনকী ধোনিকেও দেখা গেল৷ পাঁচ বলে চাই পনেরো৷ এই জায়গা থেকে ম্যাচ জেতা কোনও ব্যাপার নয়৷ এই তো চিগুমবুরা প্রথম ম্যাচে সাতটা ছয় মেরে ম্যাচ নিয়ে গিয়েছিলেন৷ স্রানের চাপ বাড়াটা স্বাভাবিক৷ সিরিজ হারলে মাথা নিচু করে দেশে ফিরতে হবে ধোনিকে৷ কী বলবেন? পাঁচটি বল শেষ না হলে ধোনিও স্বস্তিতে থাকতে পারছেন না৷

কথা বলে উইকেটের পিছনে এসে তাকিয়ে থাকলেন স্রানের দিকে৷ তারপর নো বল৷ শেষ দু’বলে চাই ৮ রান৷ প্রথমটি ব্যাটের কানায় লেগে থার্ডম্যান বাউন্ডারিতে৷ শেষ বলে চাই ৪ রান৷ অভিষেক হওয়া স্রান বুঝতে পারলেন না এবার কী করবেন৷ ব্লক হোলে বল রাখবেন? তাই করতে গিয়ে লো-ফুলটস৷ সজোরে মারতে গিয়ে কভারে নিচু ক্যাচ চাহালের হাতে৷ ভারতের ১৩৮ রানের জবারে জিম্বাবোয়ে ১৩৫-এ আটকে গেল৷ স্বস্তি দলে৷ তিন রানে জিতে সিরিজ ধোনির পকেটে৷ একদিনের সিরিজের পর আবার ছোট ফরম্যাটেও সাফল্য৷ লম্বা ছুটির আগে সাফল্য ধোনিকে বাড়তি কিছু দিল বলে মনে হল না৷

Advertisement

সিরিজ জিতলেও অনেক প্রশ্ন উঠে আসছে৷ একদিনের ক্রিকেটে সহজে জিতলেও টি-টোয়েন্টিতে কেন এই হাল৷ দলের বেশিরভাগ ক্রিকেটার আইপিএল খেলে তৈরি হয়ে আছেন৷ তবু কেন এমন? ধোনিও বা কেন এভাবে হারিয়ে যাচ্ছেন? ১৮ বলে ৯ রান করে দলকে চাপে ফেলে তিনি ফিরলেন৷ তা হলে কি তাঁর যুগ শেষ হয়ে যাচ্ছে? কেদার যাদব ৫০-এর উপর রান করতে না পারলে দলের রান এই জায়গায় গিয়ে দাঁড়াত কি না সন্দেহ৷ তাই আগামিদিনে এই ফরম্যাটে মাঠে নামার আগে এঁদের উপর কতটা ভরসা রাখা যাবে, তা নিয়ে প্রশ্ন তুলতে পারেন নির্বাচকরা৷ খেলার শেষে ধোনি বলেই দিলেন, “আমাদের আরও একদিনের পাশে টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে৷ না হলে এই ফরম্যাটে সুবিধা করা যাবে না৷ গর্ব করে বলতে পারি, আমাদের ১০-১২ জন বোলার আছে, যারা যে কোনও সময় দলে আসতে পারে৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ