Advertisement
Advertisement

আই লিগে মোহনবাগানের প্রথম ম্যাচ ঘিরে অনিশ্চয়তা

শনিবার আরও একবার স্টেডিয়াম পরিদর্শন করবে পুলিশ৷

Uncertainty over Mohun Bagan's 1st I-League match
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 6, 2017 3:18 pm
  • Updated:January 6, 2017 3:23 pm

স্টাফ রিপোর্টার: পরিবেশ আদালতের নির্দেশে রবিবার আই লিগে চার্চিলের বিরুদ্ধে মোহনবাগানের প্রথম ম্যাচ ঘিরে সৃষ্টি হল অনিশ্চয়তা৷ আপাতত সেই ম্যাচ স্থগিত বলে ঘোষণা করল পরিবেশ আদালত৷

শুক্রবার সকালে পরিবেশ আদালত নির্দেশ দেয়, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে রাতে ম্যাচ করা হলে পরিবেশের উপর প্রভাব পড়তে পারে৷ রবীন্দ্র সরোবর এলাকায় যে সমস্ত পাখিরা রয়েছে, আলোতে তাদের উপর প্রভাব পড়তে পারে৷ সেই কারণেই স্থগিতাদেশ৷ এর আগে একই কারণ দেখিয়ে আইএসএল-এর ম্যাচে স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল পরিবেশ আদালত৷ রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা নিয়ে তিনটি অনুমতির প্রয়োজন ছিল মোহনবাগানের৷ এক, এটিকের অনুমতি৷ দুই, সরকারের অনুমতি এবং তিন, পরিবেশ আদালতের অনুমতি৷ মোহনবাগানের কর্তারা এই তিনটি বিষয়ের উপর নজর দিয়েই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছিলেন৷ কিন্তু পরিবেশ আদালতের হঠাৎ স্থগিতাদেশে মোহনবাগান-চার্চিল ব্রাদার্সের ম্যাচ নিয়ে সংশয় দেখা দিয়েছে৷

Advertisement

মোহনবাগানের সহ-সচিব সৃঞ্জয় বোস জানিয়েছেন, “আমরা রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার ছিল, নিচ্ছিলাম৷ কিন্তু পরিবেশ আদালত ম্যাচ করা নিয়ে প্রশ্ন তুলেছে৷ আমরা এই সমস্যা মেটানোর চেষ্টা করছি৷ আশা করছি, সমস্যা মিটে যাবে৷” মোহনবাগান সমস্যা সমাধানের জন্য আইনজীবীদের সঙ্গে কথা বলেছে৷ কর্তারা সম্ভবত হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন৷ সেখানেই বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা চলছে৷ পুলিশ মাঠ পরিদর্শন করে গিয়েছে৷ তারা জানিয়েছে, কোনও সমস্যা নেই৷ তবে শনিবার আরও একবার পুলিশ স্টেডিয়াম পরিদর্শন করবে৷ তারই মাঝে পরিবেশ আদালতের নির্দেশে মোহনবাগান কর্তারা স্তম্ভিত৷ তাঁরা বুঝে উঠতে পারছেন না আইএসএলে এটিকে ম্যাচগুলির মতোই যাবতীয় নিয়ম মানা সত্ত্বেও হঠাৎ কেন এই প্রশ্ন উঠল৷ তবে মোহনবাগান আশাবাদী, রবিবার যথারীতি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামেই ম্যাচ করা সম্ভব হবে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ