Advertisement
Advertisement

Breaking News

মেসি-জকোকে টপকালেন বিরাট

আসল খবরটা হল, বিরাট বিপনণ জগতে পিছনে ফেলে দিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ, বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি, ব্রাজিলিয়ান তারকা নেমারকেও৷

virat beat messi-djoko in popularity
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 27, 2016 5:39 pm
  • Updated:July 11, 2018 2:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুসময় বলে সুসময়!
ব্যাট হাতে দুরন্ত ছন্দে৷ তাঁর বিস্ফোরক ফর্মের সামনে পড়ে হালে পানি পাচ্ছে না প্রতিপক্ষ৷
এ তো গেল বাইশ গজের প্রতিবেদন৷ আর মাঠের বাইরে? সেখানেও শুরু হয়ে গিয়েছে ‘বিরাট রাজ’৷ বিপণন জগতের সেরা ক্রীড়াবিদদের তালিকায় এই মুহূর্তে তিন নম্বরে রয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি৷
এ তো গেল তালিকার খবর৷ আসল খবরটা হল, বিরাট বিপনণ জগতে পিছনে ফেলে দিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ, বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি, ব্রাজিলিয়ান তারকা নেমারকেও৷
এই তালিকা প্রকাশ করেছে বিখ্যাত ক্রীড়াপত্রিকা ‘স্পোর্টসপ্রো’৷ তারা সম্প্রতি বিশ্বের সেরা ক্রীড়াবিদদের নিয়ে একটি অনুসন্ধান চালিয়েছিল৷ বিপণন জগতে বা বিজ্ঞাপনে কাদের চাহিদা সবথেকে বেশি তা জানার জন্য৷ দেখা গিয়েছে, এই তালিকায় সবার উপরে রয়েছেন এনবিএ তারকা স্টিফেন কারি৷ দ্বিতীয় স্থানে রয়েছেন জুভেন্টাসের পল পোগবা এবং তিন নম্বরে ভারত অধিনায়ক বিরাট৷ চতুর্থ স্থানে রয়েছেন গল্ফ তারকা জর্ডন স্পিয়েথ৷
জকোভিচ রয়েছেন ২৩ নম্বরে৷ মেসি আরও পিছনে (২৭)৷ জামাইকান বিদ্যুৎ স্প্রিন্ট কিং উসেইন বোল্ট রয়েছেন আরও পিছনে (৩১)৷ তবে প্রথম পঞ্চাশের তালিকায় আরও একজন ভারতীয় ক্রীড়াবিদের নাম রয়েছে৷ তিনি সানিয়া মির্জা৷
বহুজাতিক কোম্পানিগুলি কোন কোন ক্রীড়াবিদদের উপর তাদের পণ্য বিক্রয়ের জন্য আস্থা রাখছে, কেন রাখছেন, এই ব্যাপারেও সমীক্ষা চালানে হয়৷ দেখা গিয়েছে, কোম্পানিগুলি বয়সের উপর জোর দিচ্ছে বেশি৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ