সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টেস্টে অজিবাহিনীর কাছে ৩৩৩ রানের লজ্জার হারের স্মৃতি ঝেড়ে ফেলে ট্রেকিংয়ে কোহলি অ্যান্ড কোং। হারের জ্বালা ভোলার এর চেয়ে ভাল আর কিছুই হতে পারে না। টানা টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি ম্যাচ খেলতে খেলতে অনেকটাই ক্লান্ত ভারতীয় ক্রিকেটাররা। তাই অজিদের কাছে এই হারে কিছুটা হলেও ক্লান্তির ছাপ পড়েছে কোহলিদের খেলায়।
(নেতা ধোনির এই রেকর্ডটি কখনওই ভাঙতে পারবেন না ক্যাপ্টেন কোহলি)
অগত্যা ক্লান্তি দূর করতে ট্রেকিংকেই উপসম হিসাবে বেছে নিয়েছেন তাঁরা। পুণে থেকে ৮০ কিমি দূরে তামহিনি ঘাটের পাহাড়ের কোলে ‘মাচ নিডেড’ ব্রেকে গেলেন কোহলিরা। কোহলি ছাড়াও রবীন্দ্র জাদেজা, সস্ত্রীক অজিঙ্ক রাহানে, রবিচন্দ্রণ অশ্বিন এবং অভিনব মুকুন্দরা সেই রোমাঞ্চে ভরা ট্রেকিংয়ের ছবি পোস্ট করলেন নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে। ছবি দেখেই মনে হচ্ছে, হারের স্মৃতি ভুলে শীঘ্রই নয়া উদ্যমে জয়ের সরণিতে ফিরতে চায় টিম ইন্ডিয়া।
(ঝাড়খণ্ডের হয়ে ইডেনে শতরান ধোনির, জেতালেন দলকে)
দেখুন সেই ছবি-