Advertisement
Advertisement

আইসিসি ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়লেন বিরাট

নতুন তালিকায় ধোনির ঠিক আগে ১২ নম্বরে রয়েছেন রোহিত।

Virat Kohli slips from second in latest ICC ODI rankings
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 27, 2017 12:09 pm
  • Updated:January 27, 2017 12:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতৃত্বকে বিদায় জানানোর পরই ওয়ানডের বাইশ গজে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর সেই সুবাদেই ফের আইসিসি-র ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে একধাপ উঠলেন মাহি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সদ্য প্রকাশিত ওডিআই ব়্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকার ১৩ নম্বর উঠে এলেন ক্যাপ্টেন কুল। তবে বিরাট কোহলি নিজের দ্বিতীয় স্থান খোয়ালেন। একধাপ নেমে আপাতত তিন নম্বরে স্থান পেয়েছেন তিনি।

চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে বাদ পড়েছিলেন রোহিত শর্মা। ফলে ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশ থেকে ছিটকে গেলেন তিনি। নতুন তালিকায় ধোনির ঠিক আগে ১২ নম্বরে রয়েছেন রোহিত। ইংলিশ ব্যাটসম্যান জো বাটলারের সঙ্গে যুগ্মভাবে ১৪ নম্বরে রয়েছেন শিখর ধাওয়ান। এদিকে, পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে ৪-১ জয়ী অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের নামে পাশে জ্বলজ্বল করছিল ৩৬৭ রান। সেই সৌজন্যে এ বি ডিভিলিয়ার্স ও ভারত অধিনায়ককে পিছনে ফেলে প্রথমবার ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গিয়েছেন তিনি।

Advertisement

তবে টেস্টের এক নম্বর স্পিনার রবীচন্দ্রন অশ্বিন-সহ কোনও ভারতীয় বোলারই ওয়ানডে ব়্যাঙ্কিংয়ের প্রথম দশে স্থান পাননি। অক্ষর প্যাটেল রয়েছেন ১২-তে। অমিত মিশ্র ১৪ নম্বরে। আইসিসি টিমের তালিকায় অবশ্য অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় স্থানেই ধরে রেখেছে বিরাটের টিম ইন্ডিয়া।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ