Advertisement
Advertisement

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে সপ্তমবার এশিয়া কাপের ফাইনালে মিতালিরা

ভারতের সামনে সপ্তরবার ট্রফি জয়ের হাতছানি৷

Women's Asia Cup T20: India beats Pakistan By 7 Wickets
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 9, 2018 9:57 pm
  • Updated:June 9, 2018 9:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচ সেরা হওয়ার পুরস্কার মূল্য যাই হোক না কেন, তাতে দেশপ্রেমে এতটুকু ভাটা পড়েনি৷ দেশের জার্সি গায়ে সে কথা আরও একবার প্রমাণ করে দিলেন মিতালি রাজরা৷ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে মহিলা এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় প্রমিলাবাহিনী৷

[বিশ্বকাপের ইতিহাসের এই বিতর্কিত মুহূর্তগুলির কথা মনে আছে?]

শনিবার কোয়ালা লামপুরে দলগত দক্ষতাতেই প্রতিবেশী রাষ্ট্রকে উড়িয়ে দিলেন হরমনপ্রীত কৌররা৷ প্রথমে ব্যাট করে সাত উইকেটে মাত্র ৭২ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস৷ দুর্দান্ত বল করে চার ওভারে চোদ্দ রান দিয়ে তিনটি উইকেট ঝুলিতে ভরে নেন একতা বিস্ত৷ স্কোরবোর্ডে এমন রান নিয়ে লড়াই করাটা যে কঠিন তা বলাই বাহুল্য৷ ফলে যা হওয়ার তাই হল৷ শুরুতেই মিতালি রাজকে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরিয়ে যদিও ভারতীয় ব্যাটিং অর্ডারে জোর ধাক্কা দিয়েছিলেন আনম আমিন৷ কিন্তু তাতে শেষরক্ষা হয়নি৷ স্মৃতি মন্দনা (৩৮) ও হরমনপ্রীতই (৩৪*) শক্ত হাতে ব্যাট ধরে ম্যাচ ঘুরিয়ে দিলেন নিজেদের দিকে৷ তিন উইকেটেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দল৷ আর সেই সঙ্গে আরও একবার টুর্নামেন্টের ফাইনালের টিকিট পাকা হয়ে যায় ভারতের৷ এই দিয়ে টানা সপ্তমবার ট্রফি জয়ের মুখে দাঁড়িয়ে ভারতীয় মহিলারা৷ পাঁচ ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে এখন তালিকার শীর্ষে মিতালি অ্যান্ড কোং৷ ফাইনালে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ৷ যারা ঘরের দল মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে৷

Advertisement

[সেঞ্চুরি ম্যাচে জোড়া গোল করেও কেন সমর্থকের উপর রেগে গেলেন সুনীল?]

পুরুষদের মতো মহিলা এশিয়া কাপও ৫০ ওভারের টুর্নামেন্ট ছিল৷ ২০১২ সাল থেকে টি-টোয়েন্টিতে পরিণত হয় এই টুর্নামেন্ট৷ আর মজার বিষয় হল এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়নের তকমা পেয়েছে শুধুমাত্র ভারতই৷ গতবার পাকিস্তানকে হারিয়ে এসেছিল ছয় নম্বর ট্রফি৷ অপেক্ষা আর কয়েক ঘণ্টার৷ রবিবার কোয়ালা লামপুরেই দেখা যাবে, সপ্তমবার টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে ভারত নজির গড়তে পারে কি না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ