সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান ইনডোর গেমসে দেশের নাম উজ্জ্বল করলেন কুস্তিগীর বজরং পুনিয়া। রবিবার আসগাবাটে অনুষ্ঠিত পঞ্চম এশিয়ান ইনডোর এবং মার্শাল আর্টস গেমসের নবম দিনে দেশকে কুস্তিতে সোনা এনে দিলেন বজরং। ৬৫ কেজি ফ্রি-স্টাইল কুস্তিতে সোনা জিতলেন তিনি।
[ঝোড়ো ব্যাটিংয়ে মাতাচ্ছেন পাণ্ডিয়া, জানেন নেপথ্যে কার মস্তিষ্ক?]
এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখান পুনিয়া। দুর্দান্ত লড়াই করে হারান জাপানের দাইচি তাকাতানিকে। তবে হাড্ডাহাড্ডি লড়াই চলে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে। গতবারও এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন পুনিয়া। দেশকে সোনা এনে দিতে পেরে রীতিমতো উচ্ছ্বসিত ২৩ বছর বয়সী পুনিয়া। বলেন, ‘আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ। দেশের জাতীয় পতাকাকে সবচেয়ে উঁচুতে দেখে সত্যিই খুব ভাল লাগছে।’ অনেকেই বজরংকে টুইটারে শুভেচ্ছা জানান।
Aap sabhi ko tahe dil se dhanyawaad aapke pyaar aur support ke liye. Amazing feeling hai tirange ko sabse upar leherate hue dekhna 😃💪🇮🇳🙏 pic.twitter.com/x6lz9Sy18V
— Bajrang Punia (@PuniaBajrang) 24 September 2017
এদিকে, নবম দিনে আরও তিনটি পদক এসেছে ভারতের ঝুলিতে। ৪৮ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জেতেন শীতল। ৬৯ কেজি ফ্রি-স্টাইল বিভাগে ব্রোঞ্জ জেতেন নভজ্যোত কৌর। অন্যদিকে, দাবায় কৃষ্ণণ শশীকরণ ব্রোঞ্জ পদক পেয়েছেন। ৬টি সোনা, ৭টি রূপো এবং ১১টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকায় আপাতত ১২তম স্থানে রয়েছে ভারত।