Advertisement
Advertisement
Rameshbabu Praggnanandhaa

‘গোটা দেশ তোমার জন্য গর্বিত’, প্রজ্ঞার পাশে চাহাল

একসময়ে নিজেও দাবা খেলতেন ভারতের স্পিনার।

Yuzvendra Chahal congratulates Rameshbabu Praggnanandhaa after his terrific fight in Chess World Cup । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 24, 2023 7:42 pm
  • Updated:August 24, 2023 7:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবি ঠাকুর লিখেছিলেন, চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির। দাবা বিশ্বকাপের ফাইনালে ম্যাগনাস কার্লসেনের (Magnus Carlsen) কাছে ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa) হার মানার পরে ভারতের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল টুইট করলেন, ”হোল্ড ইওর হেড হাই প্রজ্ঞানন্দ।”

চাহাল নিজেও ছেলেবেলায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন দাবায়। ফলে প্রজ্ঞার জন্য ভারতীয় লেগ স্পিনারের টুইট উল্লেখযোগ্য। চাহালের প্রথম প্রেম দাবা। একসময়ে ভারতের স্পিনার বলেও ফেলেছিলেন, দাবা ধৈর্য বাড়িয়ে দেয় অনেক। প্রজ্ঞানন্দও ধৈর্যেরই পরিচয় দেন বিশ্বকাপ ফাইনালে। ফাইনালকে প্রলম্বিত করেন ভারতের তরুণ তুর্কি।  

Advertisement

[আরও পড়ুন: বিশ্বমঞ্চে স্বপ্নভঙ্গ প্রজ্ঞানন্দর, টাইব্রেকে বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন]

 

প্রথম দুটো ক্ল্যাসিক্যাল রাউন্ড ড্র করেন প্রজ্ঞা। তার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম টাইব্রেকার জিতে নেন কার্লসেন। প্রত্যাবর্তনের লড়াই জিততেই হতো ভারতের প্রজ্ঞাকে। কিন্তু প্রথম টাইব্রেকার হেরে যাওয়ায় টাইব্রেকারের দ্বিতীয় ম্যাচে প্রবল চাপে পড়ে যান প্রজ্ঞানন্দ। ম্যাচ হারলেও গোটা দেশের হৃদয় জিতে নেন আঠেরোর প্রজ্ঞা। চাহাল লিখেছেন, ”গোটা দেশ তোমার জন্য আজ গর্বিত।”

[আরও পড়ুন: কার্লসেনের অভিজ্ঞতার কাছে হার, প্রজ্ঞানন্দের লড়াইকে কুর্নিশ বিশ্বের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement