সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুতে রণক্ষেত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস শহর। ডালাসে একটি বিক্ষোভ মিছিল থেকে অজ্ঞাত পরিচয় দুই স্নাইপারের গুলিতে নিহত ৪ পুলিশ অফিসার, গুলিবিদ্ধ অন্তত ৭। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ডালাস পুলিশকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে সংবাদসংস্থা এপি। ডালাস পুলিস জানিয়েছে, উঁচু কোনও বাড়ির ছাদ থেকে অন্তত দু’জন স্নাইপার মোট ১১ জন পুলিশ অফিসারকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের অনুমান, এই হামলা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত।
গত মঙ্গলবার লুসিয়ানায় পুলিশের গুলিতে ৩৭ বছরের কৃষ্ণাঙ্গ যুবক অ্যাল্টন স্টারলিংয়ের মৃত্যু হয়। বুধবার মিনিয়াপোলিসে পুলিশের গুলিতে মৃত্যু হয় ফিল্যান্ডো ক্যাসিল নামে আর এক কৃষ্ণাঙ্গ যুবকের। বছর ৩২-এর ওই যুবকের মৃত্যুর পরেই নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ডালাস, মিনেসোটা, লস অ্যাঞ্জেলেস-সহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল বের হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ডালাসে কৃষ্ণাঙ্গদের বিক্ষোভ মিছিল শুরু হয়৷ এর পরই কর্তব্যরত পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় স্নাইপার রাইফেলধারীরা৷ ডালাসের পুলিশ প্রধান ডেভিড ব্রাউন জানান, এ ঘটনায় আরও অন্তত সাতজন পুলিশকর্মী আহত হয়েছেন৷ যাদের মধ্যে দু’জনের অস্ত্রোপচার করা হচ্ছে৷ হত্যাকারীদের খুঁজে বের করতে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত এক সন্দেহভাজনকে গ্রেফতার করা গিয়েছে।
দেখুন ঘটনাস্থলের ভিডিও:
#DallasPolice take a man into custody during #activeshooting – protesters claim man had nothing to do w/shooting pic.twitter.com/PNvKd9qFHs
— Sebastian Robertson (@wfaasebastian) 8 July 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.