সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশকে হতবাক করে দিয়েছে বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যু সংবাদ। এখনও তাঁর অনুরাগীরা বিশ্বাসই করতে পারছেন না যে পুনম পাণ্ডে নেই। নেটপাড়ার একাংশ মনে করছেন, স্পটলাইটে আসার তাগিদে পুনম নাকি নিজের মৃত্য়ুর খবর নিজেই রটিয়েছেন। কেননা, এখনও পর্যন্ত পুনমের মৃত্যু নিয়ে মুখ খুলছে না তাঁর পরিবার। তবে এরই মাঝে পুনমের মৃত্যু ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তাঁকে আরও যেন বাড়িয়ে তুলল জুম টিভির একটি তথ্য। জুম সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, জড়ায়ুর ক্যানসারে নয়, বরং অতিরিক্তি মাদকসেবনের কারণেই মৃত্যু হয়েছে পুনমের! এমনকী, এই সংবাদমাধ্যম জানিয়েছে, খুব শীঘ্রই তাঁরা এই নিয়ে বিস্তারিত তথ্য ফাঁস করবে।
সাহসী সাজপোশাক হোক বা সোজাসাপটা কথা, বারবার বিতর্কে জড়িয়েছেন পুনম পাণ্ডে। বলিপাড়ার ‘বিতর্কিত’ নায়িকাও বলা হত তাঁকে। কিন্তু নিজের শর্তে জীবন বাঁচা এমন একজন প্রাণোচ্ছ্বল মেয়ে কীভাবে নিঃশব্দেই এত শারীরিক কষ্ট ভোগ করে চলে গেল, বলিপাড়ার বন্ধুরা হতবাক! সোমবারের কথা। মুম্বই গ্ল্যামারওয়ার্ল্ডের অতিপরিচিত মুখ পরাগ মেহেতার জন্মদিনে তারকাখচিত পার্টিতে হাজির হয়েছিলেন পুনম। সেই ভিডিও ভাইরাল এখন সোশাল মিডিয়ায়।
শুক্রবার পুনমের ভেরিফায়েড সোশাল মিডিয়া প্রোফাইল থেকেই তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আনা হয়েছে। সূত্রের খবর, কানপুরে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তারকা। ২০১৩ সালে ‘নাশা’ সিনেমা দিয়ে বলিউড কেরিয়ার শুরু করেন পুনম। একাধিক সিনেমা, রিয়ালিটি শোয়ে দেখা গিয়েছে তাঁকে। ১২ বছরের নাতিদীর্ঘ কেরিয়ারেই পুনমকে চিনেছিল বিনোদনমহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.