Advertisement
Advertisement

Breaking News

পাকিস্তানের কোয়েট্টায় জঙ্গি হানায় হত ৪০

আহত হয়েছে ৫০-এর বেশি৷

42 killed in hospital blast in Pakistan's Quetta
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 8, 2016 2:12 pm
  • Updated:August 8, 2016 7:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গিদের নিশানায় এবার সাংবাদিক ও আইনজীবীরা৷ সোমবার বালুচিস্তানের কোয়েট্টায় এক হাসপাতালে আত্মঘাতী বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা৷ বিস্ফোরণে কম করে ৪০ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছে ৫০-এর বেশি৷ বিস্ফোরণের দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার না করলেও ধরন দেখে মনে করা হচ্ছে, এই হামলার পিছনে তালিবান বা আল কায়দার হাত থাকতে পারে৷
সোমবারের বিস্ফোরণে নিহত এবং আহতদের অধিকাংশই আইনজীবী এবং সাংবাদিক৷ পাকিস্তানের এক সংবাদসংস্থাকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, এক আইনজীবী কয়েকদিন আগে এক হামলায় আহত হয়ে ওই হাসতালেই ভর্তি ছিলেন৷ তাঁকে দেখতেই ওই হাসপাতালে গিয়েছিলেন তাঁর সহকর্মীরা৷ বালুচিস্তানের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিলাল আনোয়ার কাসি কয়েকদিন আগেই দুষ্কৃতীদের হামলার শিকার হন৷ তিনি গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতালেই ভর্তি ছিলেন৷ পাকিস্তানের টিভি চ্যানেলে হাসপাতালের সিসিটিভির ফুটেজ থেকে ছবি সংগ্রহ করে দেখিয়েছে, এক ব্যক্তি হাসপাতালে ঢোকার চেষ্টা করছেন৷ নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকানোর চেষ্টা করতেই বিস্ফোরণ ঘটে৷ ইসলামাবাদের তরফে ওই হামলার পরেই জানানো হয়েছে, গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ