Advertisement
Advertisement

বিয়ের জন্য বরাদ্দ টাকায় চমকে দেওয়া কাজ নবদম্পতির

নামমাত্র খরচে বিয়ে সেরে মৃত কৃষকের পরিবারের পাশে এসে দাঁড়ালেন তাঁরা৷

abhay-deware-priti-kumbhare-wedding-helped-farmer-families
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 17, 2016 12:00 pm
  • Updated:July 17, 2016 1:15 pm

সংবাদ প্রতিদান ডিজিটাল ডেস্ক: কৃষক আত্মহত্যার খবর এ দেশে জানেন না এমন মানুষ নেই৷ নানা সমালোচনা চলে এ নিয়ে৷  সমস্যা সমাধানে অনেকে অনেক তত্ত্ব আওড়ান৷ কিন্তু হাতে-কলমে কাজ করতে এগিয়ে আসেন ক’জন! মৃত কৃষকদের পরিবারে পাশে দাঁড়াতে এই নবদম্পতি যা করলেন তা নজিরবিহীন৷ নামমাত্র খরচে বিয়ে সেরে মৃত কৃষকের পরিবারের পাশে এসে দাঁড়ালেন তাঁরা৷

এ বিয়ের পাত্র অভয় দেওয়ার৷ মহারাষ্ট্রের এক কৃষক পরিবারের ছেলে অভয় বর্তমানে দেশের রেভিনিউ সার্ভিসে কর্মরত৷ বাবাসাহেব আম্বেদকরের আদর্শ বরাবরই তাঁকে অনুপ্রাণিত করেছে৷ চাকরিসূত্রে একবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা হয়েছিল তাঁর৷ রাষ্ট্রপতি তাঁকে বলেছিলেন, শুধু চাকরি করা নয়, দেশের উন্নতিতে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনে ভূমিকা নিতে৷ তাঁর সে কথা ভোলেননি অভয়৷ এক সমীক্ষা থেকে তিনি জানতে পারেন সারা দেশে বিয়ে বাবদ প্রতি বছর মোট আনুমানিক ১ লক্ষ কোটি টাকা খরচ হয়৷ অথচ হাজার হাজার কৃষক টাকার অভাবে আত্মহত্যা করছেন এ দেশে৷ বিপর্যস্ত তাঁদের পরিবার৷ কিন্তু কোথাও কোনও হেলদোল নেই৷ সরকারি স্তরে সমস্ত সাহায্য করা সম্ভব নয়৷ ব্যক্তিস্তর থেকেই যে সে কাজ শুরু করতে হবে তা বুঝেছিলেন অভয়৷ আর তাই নিজের বিয়ের খরচ থেকে মৃত কৃষকদের পরিবারকে সাহায্য করার ভাবেন তিনি৷

Advertisement

মোট দশটি কৃষক পরিবারের হাতে কুড়ি হাজার টাকা করে তুলে দিলেন তাঁরা৷ এছাড়া অমরাবতীর লাইব্রেরিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার বইপত্র কেনার জন্য তুলে দিলেন আরও ৫২,০০০ টাকা৷ এ সবই তাঁদের এতদিনের উপার্জনের সঞ্চিত অর্থ৷

Advertisement

তাঁর এই ভাবনায় রাজিও হন পাত্রী প্রীতি কুম্ভারে৷ তিনি নিজেও স্বনির্ভর৷ ফলত তাঁদের বিয়েটা ঠিক আর পাঁচটা বিয়ের মতো হয়নি৷ বিয়ের অনুষ্ঠানের খরচ ছেঁটে ফেলে সাদামাটা উপায়ে রেজিষ্ট্রি করে জীবনের বন্ধনে বাঁধা পড়লেন তাঁরা৷ আর বিয়ের জন্য বরাদ্দ টাকা তাঁরা তুলে দিলেন মৃত কৃষকদের পারিবারের সদস্যদের হাতে৷ মোট দশটি কৃষক পরিবারের হাতে কুড়ি হাজার টাকা করে তুলে দিলেন তাঁরা৷ এছাড়া অমরাবতীর লাইব্রেরিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার বইপত্র কেনার জন্য তুলে দিলেন আরও ৫২,০০০ টাকা৷ এ সবই তাঁদের এতদিনের উপার্জনের সঞ্চিত অর্থ৷

কৃষকদের আত্মহত্যা নিয়ে অনেকেই অনেক কথা বলেন, কিন্তু সমাধান করতে কাজের কাজ কেউ করে দেখান না৷ এই দম্পতি তাই নিঃসন্দেহে সকলের কাছে দৃষ্টান্ত হয়ে থাকলেন৷

abhay deware1_1468672085

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ