Advertisement
Advertisement

Breaking News

পাকিস্তান নরক নয়, মন্তব্য করে বিতর্কে দক্ষিণী অভিনেত্রী

ক্ষমা চাইবেন না, জানিয়ে দিলেন অভিনেত্রী তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ রম্যা৷

Actor Ramya accused of sedition for Pakistan Comment, says won’t apologise
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 23, 2016 2:33 pm
  • Updated:August 23, 2016 2:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশদ্রোহিতা ইস্যুতে ফের উত্তপ্ত দাক্ষিণাত্য৷ অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের পর এবারে দেশবিরোধী মন্তব্য করার অভিযোগ উঠল দক্ষিণী অভিনেত্রী তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ রম্যার বিরুদ্ধে৷

কয়েকদিন আগেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর মন্তব্য করেছিলেন, পাকিস্তানে যাওয়া নরকে যাওয়ার সমান৷ এর পরিপ্রেক্ষিতে রম্যা মন্তব্য করেন, পাকিস্তান নরক নয়৷ সেখানকার মানুষ আমাদের মতোই৷ তাঁরা আমাদের সঙ্গে খুবই ভাল ব্যবহার করেছেন৷

Advertisement

এই মন্তব্যের জেরেই বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়৷ দেশদ্রোহিতার অভিযোগ আনা হয় কন্নড় অভিনেত্রীর বিরুদ্ধে৷ ঘটনা আদালত পর্যন্ত গড়িয়েছে৷ দেশদ্রোহিতার মামলাও করা হয়েছে৷ শুনানির দিন ধার্য হয়েছে শনিবার৷

Advertisement

৩৩ বছরের রম্যার আসল নাম দিব্যা স্পন্দনা৷ ২০১১ সালে কংগ্রেসে যোগ দেন কর্নাটকের এই অভিনেত্রী৷ ২০১৩ সালে কর্নাটকের মাণ্ড্য থেকে উপ নির্বাচনে জিতে সংসদের কণিষ্ঠতম সদস্যা হন৷ নিজের মন্তব্যে এখনও অনড় ৩৩ বছরের অভিনেত্রী৷ এর জন্য ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন তিনি৷ রম্যার কথায়, “আমি কোনও অন্যায় করিনি৷ আমি নিজের মতামত প্রকাশ করতেই পারি আর এটাই তো গণতন্ত্র৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ