Advertisement
Advertisement

Breaking News

দুই বঙ্গকে AIR-এর উপহার আকাশবাণী মৈত্রী

আগামী ২৩ আগস্ট এই রেডিও চ্যানেলের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷

AIR to launch radio channel for Bangladesh, plans joint content
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 18, 2016 12:28 pm
  • Updated:August 18, 2016 12:28 pm

স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ দুই দেশেরই বাংলাভাষী শ্রোতাদের জন্য নতুন রেডিও চ্যানেল আনতে চলেছে অল ইন্ডিয়া রেডিও৷ নতুন এই রেডিও চ্যানেলের নাম হবে আকাশবাণী মৈত্রী৷ মূলত দুই দেশের ভাষাগত ও সাংস্কৃতিক ঐক্যকে আরও মজবুত করাই এর মূল লক্ষ্য৷ আগামী ২৩ আগস্ট এই রেডিও চ্যানেলের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ বুধবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু৷

এদিন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু-সহ সে দেশের সরকারি প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বেঙ্কাইয়া৷ এর পরই অল ইন্ডিয়া রেডিওর নতুন এই পদক্ষেপের কথা জানান তিনি৷ এই নতুন রেডিও চ্যানেল দুই বাংলার মানুষের মধ্যে সম্প্রীতির সেতু হিসাবে কাজ করবে বলেও আশা প্রকাশ করছে গঙ্গা ও পদ্মার দুই পার৷

Advertisement

বাংলাদেশের তরফে আগেও দুই দেশের মধ্যে ‘ফ্রি ফিল্ম ট্রেড’ বা মুক্ত চলচ্চিত্র বাণিজ্য বিষয়ে পদক্ষেপ করা হয়৷ গত কয়েক বছরে দুই দেশের যৌথ প্রযোজনায় একাধিক চলচ্চিত্র নির্মাণ ও প্রকাশ হয়েছে৷ ভারতের একাধিক সরকারি ও আধা সরকারি চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বাংলাদেশের পড়ুয়াদের আলাদভাবে বিশেষ সুযোগ দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷ ভারতের ‘ন্যাশনাল ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশন’ ও বাংলাদেশের ‘ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশন’-এর যৌথ উদ্যোগে অদূর ভবিষ্যতেও একাধিক প্রকল্পের পরিকল্পনা রয়েছে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে৷ সংবাদমাধ্যমের জন্য বিশেষ কর্মশালা এবং দুই দেশের আধিকারিকদের মধ্যে তথ্য ও মত আদানপ্রদানের জন্যও পদক্ষেপ করবে প্রতিবেশী দুই রাষ্ট্র৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ