Advertisement
Advertisement

রাজ্যের নাম বদল নিয়ে আজ সর্বদল বৈঠক

আলোচনা হতে পারে ‘জিএসটি বিল’ নিয়েও৷

All parties will meet today to discuss about West Bengal name change
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 18, 2016 10:55 am
  • Updated:June 22, 2022 2:41 pm

স্টাফ রিপোর্টার: রাজ্যের নাম পরিবর্তন নিয়ে আজ  সর্বদলীয় বৈঠক বসছে বিধানসভা ভবনে৷ বৈঠকে উপস্থিত থাকার জন্য বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে রাজ্যের যে সমস্ত রাজনৈতিক দলের পরিষদীয় প্রতিনিধিত্ব রয়েছে, তাদের সবাইকে চিঠি পাঠানো হয়েছে৷ নাম পরিবর্তনের পাশাপাশি এই বৈঠকে গুরুত্বপূর্ণ ‘জিএসটি বিল’ নিয়েও আলোচনা হতে পারে৷

বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও ফিরহাদ হাকিমের মতো বেশ কয়েকজন মন্ত্রীও উপস্থিত থাকবেন৷ যেহেতু প্রশাসনিক কাজে সুবিধার জন্য পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রবল উৎসাহী ও তাঁর উদ্যোগেই এই প্রক্রিয়া নতুন গতি পেয়েছে, তাই মুখ্যমন্ত্রী নিজেও এই বৈঠকে থাকতে পারেন বলে সূত্রের খবর৷

Advertisement

তবে এদিনেই শেষ নয়৷ এনিয়ে আগামী ২৬, ২৯ ও ৩০ আগস্ট বিধানসভায় সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে৷ রাজ্য বিধানসভার সচিবালয় সুত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে রাজ্যের নাম পরিবর্তনের পাশাপাশি আলোচ্য সূচিতে রয়েছে গুরুত্বপূর্ণ ‘জিএসটি বিল’-এর প্রসঙ্গও৷ সূত্রের খবর, লোকসভায় পাস হওয়ার পর রাজ্যগুলিতে এই বিলের খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে৷ ইতিমধ্যে বিহার ও অসম বিধানসভায় সেই প্রস্তাবিত ‘জিএসটি বিল’ পেশ করা হয়েছে এবং পাসও হয়ে গিয়েছে৷ এবার পশ্চিমবঙ্গের পালা৷

Advertisement

জানা গিয়েছে, রাজ্য বিধানসভার আগামী অধিবেশনে এই প্রস্তাবিত ‘জিএসটি বিল’ পেশ করা হবে৷ তবে এনিয়ে এই অধিবেশনেই আলোচনা হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ