Advertisement
Advertisement

জঙ্গলমহল থেকে উদ্ধার রকেট লঞ্চার, এ কে ৪৭

সঙ্গে একাধিক অত্যাধুনিক অস্ত্র৷ সবই ‘পুরুলিয়া অস্ত্রবর্ষণ কাণ্ডের’ অস্ত্র বলে অনুমান পুলিশের৷

Arms recovered from Purulia
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 6, 2016 5:18 pm
  • Updated:August 6, 2016 5:18 pm

স্টাফ রিপোর্টার, পুরুলিয়া: জঙ্গলমহল থেকে উদ্ধার হল ‘পুরুলিয়া অস্ত্রবর্ষণ কাণ্ডের’ অস্ত্র৷ এমনটাই অনুমান করছে প্রশাসন৷ ১৯৯৫ সালের ১৭ ডিসেম্বর পুরুলিয়ার তৎকালীন ঝালদা থানা (বর্তমানে কোটশিলা) এলাকার খটঙ্গা-সহ লাগোয়া একাধিক গ্রামে যে অস্ত্র বর্ষণ হয় সেই খটঙ্গা থেকে দু’কিলোমিটারের মধ্যে শুক্রবার রাতে এই অস্ত্র উদ্ধার হয়৷

স্থানীয় একটি শ্মশান ও নদী সংলগ্ন জঙ্গলে মাটি খুঁড়ে একটি রকেট লঞ্চার, একটি এ কে ৪৭ ও অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড পাওয়া যায়৷ তবে এ কে ৪৭-র ম্যাগাজিনে কোনও গুলি ছিল না৷ গত ২৪ জুলাই রাতে গ্রেফতার করা হয় রথু প্রামাণিক ও জামালউদ্দিন আনসারিকে৷ তাদের জেরা করেই উদ্ধার হয় এই নাইন এম এম কার্বাইন সাব মেশিনগান, ম্যাগাজিন ও গুলি৷

Advertisement

২৫ জুলাই থেকে ১২ দিনের পুলিশি হেফাজতে ছিল অভিযুক্তরা৷ শনিবার দুপুরে তাদের আবার পুরুলিয়া আদালতে তোলা হয়৷ অস্ত্র বর্ষণের এলাকা থেকে দু’সপ্তাহের মধ্যে দু’বার এই অস্ত্র উদ্ধার হওয়ায় পুলিশের সন্দেহ, ওই আগ্নেয়াস্ত্র সেই সময়কার হতে পারে৷ কোটশিলা থানার পুলিশ শুক্রবার রাতে এই জঙ্গলের একপ্রান্তে পাথর সরিয়ে মাটি খুঁড়ে মোটা পলিথিন থেকে এই অত্যাধুনিক অস্ত্রগুলি উদ্ধার করে৷ পুরুলিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার বলেন, “এই আগ্নেয়াস্ত্রগুলি অস্ত্র বর্ষণের সময়কার যে নয় তা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ দু’দফায় যা উদ্ধার হয়েছে তার সবগুলিই এক্সপার্টদের কাছে পাঠানো হবে৷”

Advertisement

কুড়ি বছর আগের সেই হাড়হিম করা ঘটনার পর বহু অস্ত্র এখনও এই এলাকাতেই রয়ে গিয়েছে বলে মনে করেন এলাকার মানুষ৷ কারণ সেই সময় যারা এই বিপুল অস্ত্রশস্ত্র কুড়িয়েছিল তারা পুলিশের ভয়ে বিভিন্ন জায়গায় রেখে দেয়৷ যা আজও উদ্ধার হয়নি৷ তবে এই অস্ত্রগুলি ধৃতরা বিক্রির ছক কষছিল বলে পুলিশ সূত্রে খবর৷ তবে পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে, ধৃতরা এই এলাকায় দীর্ঘদিন ধরেই এই অস্ত্রের কারবার করত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ