Advertisement
Advertisement

যাত্রীর দেড় লক্ষ টাকা ফেরালেন অটোচালক!

কিন্তু জীবনটা বোধহয় এতটাও মন্দ নয়৷ আর তাই হারানো টাকা ফেরত পেয়ে গেলেন কৃষ্ণ৷

Auto driver returns Rs 1.5 lakh to commuter
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 12, 2016 4:01 pm
  • Updated:July 12, 2016 4:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ফ্ল্যাটের জন্য আগাম টাকা জমা দিতে যাচ্ছিলেন ডোম্বিভলির কৃষ্ণ গোসাভি৷ কিন্তু অটোতেই রয়ে গেল সেই আগাম দেওয়ার টাকা৷ এক-দু’টাকা নয়, রীতিমতো দেড় লক্ষ টাকা খোয়ালেন যাত্রী৷ নামার সময় টাকার ব্যাগ অটোতে ফেলেই নেমে গিয়েছিলেন তিনি৷ নতুন বাড়ি কেনার স্বপ্ন ভাঙতে বসেছিল তাঁর৷

কিন্তু জীবনটা বোধহয় এতটাও মন্দ নয়৷ আর তাই হারানো টাকা ফেরত পেয়ে গেলেন কৃষ্ণ৷
অটোচালক প্রভাকর নিজের দায়িত্বে ফিরিয়ে দিলেন সেই টাকা৷ গত রবিবার সাগারলি থেকে অটোয় ওঠেন কৃষ্ণ৷ নতুন ফ্ল্যাটের টাকা জমা দিতে তিনি দাভড়ি যাচ্ছিলেন৷ গন্তব্যে পৌঁছে কৃষ্ণ অটো থেকে নেমে গেলেও তাঁর টাকার ব্যাগ অটোতেই রয়ে যায়৷ এরপর অটোচালক প্রভাকর বাড়িতে ফিরে অটো পরিস্কার করার সময় সেই ব্যাগটির সন্ধান পান৷ অর্থের প্রয়োজন থাকা সত্বেও এই টাকা ফেরত দিতে উদ্যত হয়ে ওঠেন তিনি৷
পুরো ঘটনাটি তিনি স্থানীয় বিজেপি নেতা মহেশ পাটিলকে জানান৷ এরপর প্রভাকরের উদ্যোগেই কৃষ্ণর বাড়ি খুঁজে বের করে পুলিশ এবং সেই টাকা ফিরিয়ে দেওয়া হয়৷
কৃষ্ণকে টাকা ফিরিয়ে দেওয়ার ঘটনায় এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন প্রভাকর| বিজেপি নেতা মহেশ পাটিল বলেছেন, “প্রভাকর সততার উদাহরণ তৈরি করল৷ উনি নিজে থেকে উদ্যোগ নিয়ে টাকা ফিরিয়ে দিতে চেয়েছিলেন| এমন উদ্যোগের প্রশংসা করি৷”

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ