Advertisement
Advertisement

Breaking News

দিন-রাতের টেস্টে প্রথম ৩০০ হাঁকিয়ে নজির আজহারের

ইন্টারনেট দুনিয়ায় সব আলো কেড়ে নিয়েছেন আজহার একাই৷

Azhar Ali creates History scoring the first triple century in a day-night test
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 15, 2016 4:43 pm
  • Updated:October 15, 2016 4:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে তো বটেই, দুনিয়ার ক্রিকেট ইতিহাসেও নতুন একটা পাতা জুড়ে দিলেন ক্রিকেটার আজহার আলি৷ দিন-রাতের কোনও টেস্ট ম্যাচে তিনিই প্রথম ক্রিকেটার যিনি ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন৷

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে আলির চওড়া ব্যাটে ভর করে পাকিস্তান এই মুহূর্তে রানের পাহাড়ে৷ কিন্তু পাকিস্তান নয়, ইন্টারনেট দুনিয়ায় সব আলো কেড়ে নিয়েছেন আজহার একাই৷

Advertisement

কিছুদিন আগেই পাকিস্তান যে টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে পৌঁছেছিল তার অন্যতম সেরা কারিগর ছিলেন আজহারই৷ বরাবরই তাঁর ধারাবাহিকতা ঈর্ষণীয়৷ এবার ক্রিকেট ইতিহাসেও সোনার অক্ষরে লেখা থাকল তাঁর নাম৷ আবু ধাবিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেন করেত নামেন আলি৷ তারপর থেকেই ক্রমশ দুর্ভেদ্য প্রাচীর হয়ে উঠতে থাকেন৷ প্রথমে সেঞ্চুরি, তারপর ডাবল সেঞ্চুরি, আর দ্বিতীয় দিনের শেষে তাঁর নামের পাশে লেখা হয়ে যায় ট্রিপল সেঞ্চুরিও৷ পায়ে ক্র্যাম্প ধরেছিল৷ কিন্তু ইতিহাস যখন লেখা হয় তখন বোধহয় এরকমই কোনও প্রতিবন্ধকতার জায়গা থাকে না৷ আলির মনের জোরের কাছে তা পাত্তাও পায়নি৷ ২৩টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ইনিংসে আলি পৌঁছে গিয়েছেন রেকর্ড গড়ার মুহূর্তে৷

Advertisement

টেস্টে ৩০০-র ক্লাবে যোগ দিয়ে আলি ছুঁয়ে ফেলেছেন পাকিস্তান তথা বিশ্বের কিংবদন্তি ক্রিকেটার হানিফ মহম্মদ, ইনজামাম-উল-হক ও ইউনিস খানকে৷ ৫০-এর কম টেস্ট ম্যাচে ৪০০০ রানের মাইলস্টোনও ছুঁয়ে ফেললেন দ্বিতীয় ক্রিকেটার হিসেবে৷ ইতিহাস গড়ে ভাষা হারিয়েছেন আজহার৷ জানিয়েছেন, “পায়ে ক্র্যাম্প ধরার পর আবার সুস্থ বোধ করি৷ তখনই মনে হয় একটা সুযোগ যখন পেয়েছি কাজে লাগাতেই হবে৷ এখন এমন এক অনুভূতি হচ্ছে যা ভাষায় প্রকাশ করতে পারব না৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ