Advertisement
Advertisement

বুলন্দশহর গণধর্ষণ-কাণ্ড: মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি

সুপ্রিম কোর্টের দ্বারস্ত নিগৃহীতা মা ও মেয়ে...

Bulandshahr gang-rape: Minor victim moves SC, seeks FIR against Azam Khan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 13, 2016 3:06 pm
  • Updated:August 17, 2021 4:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুলন্দশহর-কাণ্ডে দুই নিগৃহীতা, মা ও মেয়ে শনিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন৷ শীর্ষ আদালতের কাছে তাঁদের আবেদন, ওই গণধর্ষণ-কাণ্ডে উত্তরপ্রদেশের মন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা আজম খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক৷

একই সঙ্গে নিগৃহীতা নাবালিকা আদালতে আবেদন জানিয়েছে, স্থানীয় পুলিশকর্মীদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হোক৷ ঘটনার দিন তাঁরাও কর্তব্যে গাফিলতি দেখিয়েছেন বলে অভিযোগ৷ গত ২৯ জুলাই বুলন্দশহর গণধর্ষণের মামলায় শুক্রবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় এলাহাবাদ আদালত৷

Advertisement

বুলন্দশহর গণধর্ষণ-কাণ্ড নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হওয়ার পর উত্তরপ্রদেশ নগরোন্নয়ন দফতরের মন্ত্রী মহম্মদ আজম খান দাবি করেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থের জন্য এই কাণ্ড ঘটানো হতে পারে৷ বিষয়টি তদন্ত করে দেখা উচিত৷ তাঁর এই বক্তব্যের বিরুদ্ধে সরব হয় বিরোধী দলগুলি৷ প্রতিবাদে সোচ্চার হয় ধর্ষিতার পরিবারও৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ