Advertisement
Advertisement

মিতা মণ্ডলের হত্যাকাণ্ডের তদন্তের ভার সিআইডিকে

আইনি প্রক্রিয়ার খরচ রাজ্য সরকারই বহন করবে, জানালেন মমতা৷

CID will take charge of Mita Mandal murder case
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 17, 2016 4:33 pm
  • Updated:June 23, 2022 6:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উলুবেড়িয়ার গৃহবধূ মিতা মণ্ডলের হত্যাকাণ্ডের তদন্তের ভার সিআইডিকে দেওয়া হল৷ দায়ের করা হয়েছে খুন ও পণের জন্য খুনের মামলা৷ এদিন মেয়ের মৃত্যুর বিচার চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন মিতা বাবা-মা৷ মুখ্যমন্ত্রীর নির্দেশেই ফোন করে ডাকা হয়েছিল তাঁদের৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷

তিনি জানান, দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে এবং আইনি প্রক্রিয়ার পুরো খরচ রাজ্য সরকারই বহন করবে৷ মিতার পরিবারের একজন সদস্যকে দেওয়া হবে সরকারি চাকরি৷ মিতার বিয়ের সময় ৭০ হাজার টাকা দেনা করেছিলেন মিতার বাবা৷ সেই টাকাও রাজ্য সরকারের পক্ষ থেকে শোধ করে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷

Advertisement

মিতার মৃত্যুর বিচার চেয়ে পথে আত্মীয় পরিজনরা )

এদিন নবান্নে মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ও জানান, রাজ্যে কোনও মেয়ের উপর অত্যাচার হলে তা কড়া হাতে দমন করবে সরকার৷ জানা গিয়েছে, ভিসেরা রিপোর্টের জন্য পাঠানো হয়েছে মিতার মৃতদেহর নমুনা৷ হাওড়ার পুলিশ সুপার (গ্রামীণ) জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে গলায় ফাঁস লাগার জন্যই মিতার মৃত্যু হয়েছে৷ তবে মিতার শরীরে ধস্তাধস্তির চিহ্নও স্পষ্ট৷ প্রশ্ন উঠেছে মিতার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন নিয়ে৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ভারী কোনও বস্তু দিয়ে বারবার আঘাত করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী প্রাক্তনীকে৷

মিতার মৃত্যুর বিচার চেয়ে সোশাল মিডিয়ায় সরব বন্ধুরা )

মিতার পরিবারের অভিযোগ, পণের জন্যই খুন করা হয়েছে তাঁদের মেয়েকে৷ পুলিশি গাফিলতিরও অভিযোগ তুলেছেন তাঁরা৷ মিতার স্বামী রাণা মণ্ডল ও শ্বশুর দ্বিজেন্দ্রনাথ মণ্ডলকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷ দাবি উঠেছে, শাশুড়ি কল্পনা মণ্ডল ও দেওর রাহুলকেও অবিলম্বে গ্রেফতার করার জন্য৷ এদিন সকালেই কুশবেড়িয়া থানায় মিতার মৃত্যুর নিরপেক্ষ তদন্ত চেয়ে ডেপুটেশন জমা দেন তাঁর বন্ধুরা৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরেও প্রাক্তন ছাত্রীর জন্য বিক্ষোভ সভার আয়োজন করা হয়৷ প্রতিবাদ মিছিলে সামিল হন পড়ুয়ারা৷ পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে মিতার পরিবারের পক্ষ থেকে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement