সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় এক বছর হতে চলল, কিন্তু অসহিষ্ণুতা বিতর্ক এখনও পিছু ছাড়ছে না আমির খানের৷ আর এবার তাঁর সমালোচক স্বয়ং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ আমিরের প্রতি তোপ দেগে বিতর্কেও জড়িয়েছেন তিনি৷
সম্প্রতি আমিরের নাম করেই কেন্দ্রীয় মন্ত্রী তাঁর তীব্র সমালোচনা করেন৷ বলেন, “এক অভিনেতা জানিয়েছেন তাঁর স্ত্রী এ দেশে থাকতে ভয় পান৷ এ দেশে এরকম কথা বলার কেউ সাহস পান কী করে? এরকম যিনি বলছেন তাঁকে জীবনের শিক্ষা শেখানো উচিত৷” ক্ষুব্ধ প্রতিরক্ষামন্ত্রীর আরও বক্তব্য, “এটি একটি উদ্ধত মন্তব্য৷ ধনী-গরীব, বড়-ছোট যেমনই হোক না কেন আমাদের নিজেদের ঘরকে তো ভালবাসতেই হবে৷”
মন্ত্রীর এই কখাতেই শুরু হয়েছে নতুন করে বিতর্ক৷ গত নভেম্বরে আমিরের এই মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়েছিল গোটা দেশ৷ কিন্তু সময়ের নিয়মেই তা থিতিয়ে পড়েছে৷ তবে প্রতিরক্ষামন্ত্রীর কথায় তা আবার নতুন করে জেগে উঠেছে বলা যায়৷ আর এ প্রসঙ্গে মনোহরকে একহাত নিয়ে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা জানান, “প্রতিরক্ষা মন্ত্রীর কাজ কি? পাকিস্তানের মতো বিদেশী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করা, নাকি দেশের অভিনেতার সমালোচনা করা?”
প্রসঙ্গত দেশের প্রতিরক্ষা নিয়ে ইতিমধ্যেই নিজের দৃষ্টিভঙ্গি সোজাসাপটা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী৷ কাশ্মীরে পেলেট গান ব্যবহার নিয়ে যখন গোটা দেশ সমালোচনামুখর, তখন প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, কোনও জরুরি কারণে দেশ সেনাকে ব্যবহার করতে চাইলে সেনাকে তো বন্দুক তো ব্যবহার করতেই হবে, লাঠি তো আর ব্যবহার করতে পারবে না৷ দেশের সেনার সম্পর্কে যে বিরূপ সমালোচনা চলছে তাও থামিয়ে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী৷ জানিয়েছেন, “সেনাদের কখনও ভুল হয়ে যেতেই পারে৷ কিন্তু ভারতীয় সেনা কখনওই জনগণের জন্য ক্ষতিকর নয়৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.