Advertisement
Advertisement

গান্ধী হত্যায় আরএসএস-কে দায়ী করে বিপাকে রাহুল

হয় ক্ষমা চাও, নইলে নতুন করে আদালতের মুখোমুখি হও- জাতীয় কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধীকে এভাবেই তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট৷

Express regret or face trial, Supreme Court tells Rahul Gandhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2016 1:41 pm
  • Updated:July 19, 2016 1:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হয় ক্ষমা চাও, নইলে নতুন করে আদালতের মুখোমুখি হও- জাতীয় কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধীকে এভাবেই তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট৷ মহাত্মা গান্ধীকে হত্যার জন্য হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-ই দায়ী- এরকমই মন্তব্য করেছিলেন রাহুল৷ সে মন্তব্যের প্রেক্ষিতে দায়ের করা এক মামলার শুনানিতে রাহুলকে এ কথা জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত৷

গতবছর এক সমাবেশে এই মন্তব্য করেন রাহুল৷ তাঁর দাবি ছিল, আরএসএসই একদিন গান্ধীকে হত্যা করেছিল৷ এখন তাদের লোক অর্থাৎ বিজেপি গান্ধীর কথা বলে জনসমর্থন প্রত্যাশা করে৷ একসময় এরাই গান্ধী ও সর্দার বল্লভ ভাই প্যাটেলের বিরোধিতা করেছিল বলেও অভিযোগ তোলেন তিনি৷ এই মন্তব্যের বিরোধিতা করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আরএসএস৷ পাল্টা মানহানির মামলা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন তিনি৷ কিন্তু এদিন দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, রাহুল এ ধরনের মন্তব্য করতে পারেন না৷ কোনও একটি সংস্থার এই ধরনের বদনাম করা যায় না জানিয়ে সুপ্রিম কোর্টের বক্তব্য,  যে কোনও সংস্থার সকলকে এক গোত্রে ফেলে মন্তব্য করা উচিত নয়৷ পাশাপাশি, তাঁর এ ধরনের মন্তব্যে সাধারণ মানুষের কী উপকার হবে তা আদালতের সামনে তাঁকে ব্যাখ্যা করারও নির্দেশ দেওয়া হয়৷ আর তাই রাহুলকে আরএসএস-এর কাছে ক্ষমা চাইতে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত৷

Advertisement

 রাহুলের আইনজীবী তাঁর মক্কেলের অবস্থান ব্যাখ্যা করতে চেয়েও ব্যর্থ হন৷ এরপরই এ ধরনের মন্তব্যের জন্য ভর্ৎসনা করা হয় রাহুলকে৷ মামলার আগামী শুনানির দিন ধার্য হয়েছে ২৭ জুলাই৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ