Advertisement
Advertisement

Breaking News

২০১৬: স্মৃতির সরণিতে রয়ে গেলেন যাঁরা

বছর শেষের মুখে সেই প্রিয় মুখগুলিকে এবার স্মরণ করার পালা!

Famous Deaths In 2016 Which Left Us In Grief
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 30, 2016 8:22 pm
  • Updated:December 30, 2016 8:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন আর মৃত্যুর চাকাটি পরস্পরের সঙ্গে বড় বেশি সম্পৃক্ত। এই সত্য কারওরই অজানা নয়। কিন্তু প্রয়াণ শোকের ছাপ রেখেই যায় অনুরাগীমহলে। ২০১৬-তেও সেই শোকের আঁধার আমাদের গ্রাস করেছে একাধিকবার। যে মানুষরা ছিলেন আমাদের নিত্যদিনের সঙ্গী, তাঁদের ছেড়েই নতুন বছরের দিকে পা বাড়িয়েছি আমরা। বছর শেষের মুখে সেই প্রিয় মুখগুলিকে এবার স্মরণ করার পালা!

মহাশ্বেতা দেবী:

Advertisement

mahasweta-di-tom-hatlestad7
দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন কিডনির অসুখে। অবশেষে সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়ে কলকাতার একটি অভিজাত হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই বাঙালি লেখিকা। নবতিপর এই লেখিকার প্রয়াণ স্বাভাবিক ভাবেই শোকস্তব্ধ করেছে দেশকে।

Advertisement

জয়ললিতা:

jayalalithaa_650x400_514620
শ্বাসকষ্ট এবং ইনফ্লুয়েঞ্জা নিয়ে গত সেপ্টেম্বর মাস থেকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন নেত্রী৷  মিরাকলের আশায় প্রার্থনা করছিলেন তাঁর অগণিত ভক্ত। কিন্তু মিরাকল ঘটল না। চলে গেলেন আম্মা৷ অ্যাপোলো হাসপাতালের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল ৫ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় প্রয়াত হলেন এআইএডিএমকে সুপ্রিমো জয়ললিতা৷

ফিদেল কাস্ত্রো:

1974_fidel_castro_ap_629
বিপ্লব হল আমৃত্যু সংগ্রাম৷ অতীত থেকে ভবিষ্যতের পথে যার নিরন্তর যাত্রাপথ৷ পুঁজিবাদী শাসনব্যবস্থার মুখের উপর এ কথা শুনিয়ে দিতে পেরেছিলেন তিনি৷ জানিয়ে দিয়েছিলেন, বিপ্লব গোলাপের শয্যা নয়৷ ধনতান্ত্রিক সমাজব্যবস্থার মুখে তিনি যেন ছিলেন শেষ উদ্ধত অহঙ্কার৷ অবজ্ঞাভরে যিনি বলতে পারতেন, পুঁজিবাদ টাকা ব্যবহার করে৷ আমরা ছুঁড়ে ফেলে দিই৷ বিশ্ব জুড়ে বিপ্লবের শামিয়ানা টাঙিয়ে রেখে ২৬ নভেম্বর চলে গেলেন ফিদেল কাস্ত্রো৷ বয়স হয়েছিল ৯০ বছর৷

মহম্মদ আলি:

1-j85ji_hahbsm4u8fsvcd3a
তিন দশকের বেশি সময় ধরে প্রাণঘাতী পার্কিনসন ডিজিজের সঙ্গে চলছিল তাঁর হার না-মানা লড়াই৷ এর আগেও বার কতক মৃত্যুকে মুষ্টিযুদ্ধে কাবু করে ফিরে এসেছিলেন জীবনের আঙিনায়৷ কিন্তু এবার পারলেন না অদম্য সাহসী কিংবদন্তি বক্সার মহম্মদ আলি৷ ৭৪ বছর বয়সে প্রয়াত হলেন তিন বারের হেভিওয়েট বিশ্বচ্যাম্পিয়ন বক্সার৷ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ৪ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷

জর্জ মাইকেল:

wham-george-michael-dead-a4
বড়দিনের মরশুম এলেই তাঁর ‘লাস্ট ক্রিসমাস’ বিশ্ববাসীর মুখে মুখে ফেরে৷ কিন্তু কে জানত, এটাই হবে তাঁর লাস্ট ক্রিসমাস! ‘লাস্ট ক্রিসমাস’-এ নিজের হৃদয় দিয়ে চলে গেলেন জর্জ মাইকেল৷ মাত্র ৫৩ বছর বয়সে ২৫ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় এই ব্রিটিশ গায়ক৷ রবিবার ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে নিজের বাড়িতে মৃত্যু হয় এই শিল্পী, গীতিকার এবং সংগীত প্রযোজকের৷

মনোহর আইচ:

manohar_1__cropped_2882651b
বিশ্ব ছাপিয়ে ব্রহ্মাণ্ড জয় করেছিলেন তিনি৷ হাজার হাজার মানুষকে দীর্ঘদিন সুস্থভাবে বাঁচানোর মন্ত্রে দীক্ষিত করেছেন৷ ১০২ বছর বয়সে ৫ জুন ইহলোকের পাঠ চুকিয়ে চিরতরে বিদায় নিলেন৷ পড়ে রইল তাঁর সাফল্য ও কীর্তির অজস্র ইতিহাস৷ তিনি মনোহর আইচ৷ বিশ্ব দরবারে যিনি ‘পকেট হারকিউলিস’ নামেই বেশি পরিচিত৷ তাঁর প্রয়াণের সঙ্গে একটা যুগের অবসান ঘটল৷

অশোক ঘোষ:

asok-ghosh-759
জ্যোতি বসুর প্রয়াণের পর তিনিই ছিলেন বাংলায় বামপন্থার অলিখিত অভিভাবক৷ কংগ্রেস বিরোধী ফ্রন্ট রাজনীতির অন্যতম জনক তিনিই৷ আবার পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে কোনও রাজনৈতিক দলের একটানা সাধারণ সম্পাদক পদে থেকে রেকর্ড গড়েছিলেন৷ ৩ মার্চ, ৯৫ বছর বয়সে শহরের এক বেসরকারি হাসপাতালে থেমে যায় বামপন্থার এই অভিভাবকের দীর্ঘ রাজনৈতিক জীবন৷

অমল দত্ত:

amaldutta-copy
৮৭ বছর বয়সে দীর্ঘ রোগভোগের পর রবিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে মারা যান দেশের প্রথম পেশাদার ফুটবল কোচ অমল দত্ত। দীর্ঘদিন মোহনবাগান ও ইস্টবেঙ্গল দলকে কোচিং করিয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার তামাম ফুটবলপ্রেমী৷

লিওনার্ড কোহেন:

img_0733_21
৭ নভেম্বর ঘুমের মধ্যেই প্রিয় পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেলেন এই কিংবদন্তি গায়ক। বয়স হয়েছিল ৮২ বছর। উত্তরাধিকার বলতে রইল কেবল তাঁর অফুরান সুরের ধারা। মন খারাপে, ভাললাগায়, ভালবাসায় এখনও অগুনতি মানুষের আশ্রয় তিনিই!

আদেশ শ্রীবাস্তব:

aadesh-srivastava
একটানা ৪২ দিন ধরে মুম্বইয়ের এক অভিজাত হাসপাতালে ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়েছেন তিনি। অবশেষে হার স্বীকার করে ৫ সেপ্টেম্বর রাত সাড়ে বারোটায় শেষ নিশ্বাস ত্যাগ করলেন বলিউডের জনপ্রিয় সুরকার আদেশ শ্রীবাস্তব। বয়স হয়েছিল ৫০ বছর।

প্রত্যূষা বন্দ্যোপাধ্যায়:

pratyusha-759
প্রতিভাময়ী এই অভিনেত্রী ছিলেন ছোটপর্দার দর্শকের চোখের মণি। কিন্তু ১ এপ্রিল নিজেই জীবনের পথচলা বন্ধ করে দিলেন প্রত্যূষা বন্দ্যোপাধ্যায়। আত্মহত্যার কারণ হিসাবে জানা গেল প্রেমিকের দুর্ব্যবহার, শারীরিক ও মানসিক অত্যাচার।

রবি ওঝা:

raviojha_web
বিগত সাত বছর ধরেই শয্যাশায়ী ছিলেন তিনি। কথা বলতে পারতেন না, শয্যাতেই আবদ্ধ ছিল তাঁর জীবন। ইদানীং খুব ঘনঘন অসুস্থও হয়ে পড়ছিলেন তিনি। দীর্ঘ রোগযন্ত্রণার পরে অবশেষে মৃত্যু তাঁকে শান্তি দিল। ১৪ নভেম্বর রাত তিনটের সময়, মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন ছোটপর্দার বিখ্যাত পরিচালক রবি ওঝা। বয়স হয়েছিল ৬৮ বছর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ