Advertisement
Advertisement

পাঁচগুণ বাড়ল বিমানবন্দরে ডিউটি ফ্রি শপিং-এ ছাড়ের পরিমাণ

এবারে আরও বেশি করমুক্ত কেনাকাটা করতে পারবেন বিমানযাত্রীরা৷

Flyers can now buy duty-free goods worth Rs25,000 in Indian airports
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 12, 2016 2:17 pm
  • Updated:July 12, 2016 2:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচগুণ বাড়ল ডিউটি ফ্রি শপিং-এর উর্ধসীমা৷ এবারে ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর বন্দর গুলিতে ২৫ হাজার টাকা পর্যন্ত করমুক্ত কেনাকাটা করতে পারবেন যাত্রীরা৷ আগে পাঁচ হাজার টাকা পর্যন্ত দ্রব্য কিনতে পারতেন যাত্রীরা৷ এর বেশি টাকার কিছু কিনতে হলেই দিতে হত কর৷ এক ধাক্কায় সেই নির্ধারিত সীমা পাঁচ গুণ বেড়ে যাওয়ায় খুশির হাওয়া যাত্রীমহলে৷

পাঁচ হাজার টাকার বেশি দ্রব্য বিনা করে কেনা যাবে না৷ কিছুদিন এই নিয়মটি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছিলেন যাত্রীরা৷ নিজেদের দাবি আরও পোক্ত করতে গত বছরের শেষের দিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ধার্য করা নিয়মের কথা উল্লেখ করেন তাঁরা৷ সেই নিয়মে বলা ছিল, দেশ থেকে নিয়ে যাওয়া ও দেশে নিয়ে আসা ভারতীয় মুদ্রার অঙ্ক কখনওই ২৫ হাজার ছাড়ানো যাবে না৷

Advertisement

সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইস অ্যান্ড কাস্টমস-এর এক উচ্চপদস্থ আধিকারিক এই নয়া পদক্ষেপকে সাধুবাদ জানান৷ বলেন, করমুক্ত দোকানগুলি থেকে যাত্রীরা এইবার ২৫ হাজার টাকা পর্যন্ত দ্রব্য ক্রয় করার সুবিধা পাবেন৷ এতে বিনিময় মূল্যের পরিমানও বাড়বে৷ বাণিজ্যিক ব্যাঙ্কের দেওয়া বিনিময় মূল্য সংক্রান্ত একটি তালিকা দোকানের সামনে টাঙিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে করমুক্ত দোকানের বিক্রেতাদের৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ