Advertisement
Advertisement

অমলিন স্মৃতির আধারে আজ বিদায় অমলের

আজ প্রথম পেশাদার কোচের নশ্বর দেহকে বিদায় জানাবেন ফুটবলপ্রেমীরা৷

Football lovers will pay homage to Amal Dutta today
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2016 9:42 am
  • Updated:August 5, 2019 2:54 pm

স্টাফ রিপোর্টার: ভারতীয় ফুটবলে আধুনিকতার ছোঁয়া লাগিয়ে ছিলেন তিনি৷ পরশ পাথরের সেই পরশেই উন্নতির প্রতিটা ধাপে এগিয়ে চলেছে আজকের প্রজন্ম৷ সেই স্মৃতিই অমলিন রেখে আজ প্রথম পেশাদার কোচের নশ্বর দেহকে বিদায় জানাবেন ফুটবলপ্রেমীরা৷

বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে ভুগছিলেন অমল দত্ত৷ রবিবার সকাল থেকেই শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে৷ রাত আটটা বেজে দশ মিনিট নাগাদ বাগুইআটির বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন ডায়মন্ড কোচ৷ অমল দত্তের মৃত্যুর খবর শোনামাত্র ময়দানে শোকের ছায়া নেমে আসে৷

Advertisement

প্রিয় মানুষটিকে শেষ দেখা দেখতে অমলের বাগুইআটির বাড়ির সামনে ঢল নামে গুণগ্রাহীদের৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রায় সঙ্গে সঙ্গেই তাঁর বাড়িতে চলে আসেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস৷ এরপর একে একে আসেন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা,  কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু প্রমুখ৷ প্রয়াত অমল দত্তর বাড়ি পৌঁছেই একমাত্র পুত্র আশিসকে অরূপ বিশ্বাস জানিয়ে দেন, প্রয়াত ডায়মন্ড কোচের শেষযাত্রার যাবতীয় দায়িত্ব নেবে রাজ্য সরকার৷

Advertisement

সেই মতো আজ সকাল সাড়ে সাতটা নাগাদ শুরু হয় অমল দত্তর শেষযাত্রা৷ বাগুইআটি থেকে সরাসরি তাঁর দেহ আসে গণেশ টকিজের পুরনো বাড়িতে৷ সেখান থেকে বেলা দশটা নাগাদ দেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনে৷ সেখানে দুপুর দু’টো পর্যন্ত সাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য শায়িত থাকবে প্রয়াত কোচের দেহ৷ উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে ১১টা নাগাদ প্রয়াত কোচকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপর দুই প্রধানের তাঁবু হয়ে দেহ যাবে নিমতলা মহাশ্মশানে৷

সকাল থেকেই অর্ধনমিত দুই ক্লাবের পতাকা৷ রবিবার অমল দত্তর বাড়িতে যান মোহনবাগানের মাঠ সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়৷ প্রয়াত কোচের স্ত্রীর কাছে হাতজোড় করে তিনি শেষবারের মতো দেহ মোহনবাগানে নিয়ে যাওয়ার অনুরোধ করেন৷ মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত বলেন, “উনি নিজেই একটি প্রতিষ্ঠান ছিলেন৷” ইস্টবেঙ্গলের দেবব্রত সরকার বলেন, “বিদেশে জন্মালে তাঁর কদর সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ত৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ