Advertisement
Advertisement

Breaking News

দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন ভয়েস- মুকেশ

জন্মদিনে ফিরে দেখুন মুকেশের সুরের ‘সুহানা সফর’৷

Google Pays Homage To Legendary Playback Singer Mukesh On His 93rd Birthday
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2016 1:22 pm
  • Updated:July 22, 2016 1:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  মনের সীমা রেখা ভেঙে সুর যখন দিগন্তের ঠিকানা খোঁজে৷ তখন তাকে পথ দেখায় সঙ্গীতের এই ‘সুহানা সফর’৷ মুকেশ৷ ‘দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন ভয়েস’৷ ১৯২৩ সালের আজকের দিনেই জন্ম হয়েছিল বলিউডের এই কিংবদন্তি সঙ্গীতশিল্পীর৷

দিল্লির মাথুর পরিবারে ছয় ভাইবোনের মধ্যে বড় হয়েছেন৷ কখনও সংগীতকে পেশা হিসেবে নেবেন বলে ভাবেননি৷ বোনের বিয়েতে গান গাইছিলেন মাত্র৷ ঘটনাচক্রে সেখানেই ছিলেন অভিনেতা মোতিলাল৷ মুকেশের প্রতিভা চিনতে একটুও সময় লাগেনি তাঁর৷ দুঃসম্পর্কের আত্মীয়কে সঙ্গে করে নিয়ে আসেন মুম্বইতে৷ পণ্ডিত জগন্নাথ প্রসাদের কাছে শুরু হয় তালিম৷

Advertisement

১৯৪১ সালে নির্দোষ ছবিতে অভিনেতা-গায়ক হিসেবে বলিউডে প্রথম ব্রেক পান মুকেশ৷ তবে, প্রথম দিকে নিজের আইডল কে এল সায়গলকেই অনুকরণ করতেন৷ সায়গলের প্রভাব থেকে তাঁকে বের করে নিজস্ব ‘আন্দাজ’ শেখান সংগীত পরিচালক নৌসাদ৷ এর পর আর পিছনে ফিরে তাকাননি সুরের আকাশের শুকতারা৷ আওয়ারা, বরসাত, মধুমতি, আনন্দ, সত্যম শিবম সুন্দরম কতই না মণিমুক্ত ছড়িয়ে আছে তাঁর ঝুলিতে৷ রয়েছে ফিল্ম ফেয়ার, জাতীয় পুরস্কার৷ মুকেশের সুরের এই ‘আওয়ারা আন্দাজ’কেই ডুডলের মাধ্যমে সেলিব্রেট করছে গুগল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ