Advertisement
Advertisement

কর্মীদের হাজিরা নিয়ে কড়া রাজ্য সরকার

সকালে সওয়া দশটার মধ্যে দফতরে না এলে সেই দিনের মতো অনুপস্থিত হিসাবে গণ্য করা হবে৷

Govt stricts the rule of arrival for employee
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 20, 2016 9:14 am
  • Updated:July 20, 2016 9:15 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি কর্মীদের সঠিক সময়ে হাজিরা নিয়ে ফের কড়া মনোভাব নিল রাজ্য সরকার৷ সকালে সওয়া দশটার মধ্যে দফতরে না এলে সেই দিনের মতো অনুপস্থিত হিসাবে গণ্য করা হবে৷

ঘটনার সূত্রপাত মঙ্গলবার৷ এদিন সকালে দফতরে কিছু জরুরি ফাইলের জন্য কয়েকজন আধিকারিককে তলব করেন অর্থ দফতরের প্রধান সচিব এইচ কে দ্বিবেদী৷ কিন্তু যে যে আধিকারিককেই ফোন করা হয় তাঁরা সকলেই সে সময় অনুপস্থিত ছিলেন৷ প্রায় পনেরো মিনিট অপেক্ষা করার পর সকাল সাড়ে দশটা নাগাদ অর্থ দফতরের সব হাজিরা খাতা চেয়ে পাঠান অর্থসচিব৷ অর্থ দফতর সূত্রে খবর, সকাল সাড়ে দশটা পর্যন্ত যাঁরা অনুপস্থিত ছিলেন তাঁদের এই দিনের মতো অনুপস্থিত করে দেন অর্থসচিব৷

Advertisement

নবান্ন সূত্রে খবর, অর্থ দফতরের অন্তত তিনশো কর্মী এদিন সঠিক সময়ে হাজির হতে না পারায় হাজিরা খাতায় লাল কালির দাগ পড়েছে৷ বস্তুত, এমন কড়া মনোভাবের পাশাপাশি এদিন ফের অর্থ দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সকাল ১০টা ১৫মিনিটের মধ্যে দফতরে না এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ প্রয়োজনে অনুপস্থিতও করা হবে৷ কয়েকমাস আগেও এমনই ঘটনা ঘটেছিল অর্থ দফতরে৷ সেবারও একটা দিনের মতো অনুপস্থিত দেখানো হয়েছিল শতাধিক কর্মীকে৷ কিন্তু তাতেও হাল ফেরেনি দেখে এবার আরও কঠোর হল রাজ্য সরকার৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ