Advertisement
Advertisement

Breaking News

পাত্র HIV পজিটিভ, ছাদনাতলায় বিয়ে ভাঙল কনে

তথ্য-প্রমাণ নিয়ে সাত ঘণ্টার মধ্যে বিয়েবাড়ি হাজির হয়েছিল প্রশাসনের টিম৷

Groom turns out to be HIV Positive, Tamil Nadu girl calls off Wedding

ফাইল ছবি

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 25, 2016 5:37 pm
  • Updated:August 25, 2016 5:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘণ্টাখানেক মাত্র বাকি ছিল বিয়ের৷ খবরটা কানে এল কনে ও তাঁর পরিবারের৷ পাত্র লুকিয়ে গিয়েছে এক সাংঘাতিক সত্য৷ HIV পজিটিভ সে৷ প্রমাণ পেয়েই বিয়ে ভেঙে দিলেন তামিলনাড়ুর তরুণী৷

ছেলের বিয়ে হচ্ছে৷ এই আনন্দে বড় হোর্ডিং টাঙিয়েছিল তার আত্মীয়-বন্ধুরা মিলে৷ তা দেখেই ফোন যায় জেলাশাসক এস পালানির কাছে৷ ফোনে দাবি করা হয়, পাত্র HIV পজিটিভ৷ রবিবার রাত সাড়ে ন’টায় এই ফোন পেয়েই প্রশাসনিক তদন্ত শুরু করে দেন তিনি৷ একদিকে মেডিক্যালের ডিরেক্টরকে দায়িত্ব দেন তথ্য প্রমাণের জন্য, অন্যদিকে রেভিনিউ অফিসারকে ভার দেন কনেপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য৷

Advertisement

রিপোর্ট হাতে পেয়ে অফিসাররা জানতে পারেন ২০১৪ সালের ৩০ জুলাই থেকে চিকিৎসা চলছে পাত্রের৷ এদিকে সোমবারই ছিল বিয়ে৷ অফিসাররা কনের বোনের ফোন নম্বর জোগাড় করে প্রথমে বিষয়টি জানান৷ কিন্তু কনেপক্ষ তাঁদের কথায় বিশ্বাস করতে চাননি৷ মাত্র কয়েকঘণ্টা বাকি ছিল বিয়ের৷ তড়িঘড়ি নিজের টিম ও তথ্য-প্রমাণ নিয়ে বিয়েবাড়ি হাজির হন মেডিক্যাল অফিসার সেন্থিল কুমার ও তাঁর টিম৷

প্রমাণ পেয়ে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন কনে৷ সিদ্ধান্তে সায় দিয়েছে তাঁর পরিবারও৷ মাত্র সাত ঘণ্টার মধ্যে এই পুরো তথ্য জেনে কনের ভবিষ্যত বাঁচানোয় প্রশাসনের গোটা টিমকে ধন্যবাদ দিয়েছেন তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement