Advertisement
Advertisement

উপহার হিসাবে বউমাকে শৌচালয় উপহার দিলেন শাশুড়ি

স্বচ্ছ ভারত অভিযানে শামসুনের এই পদক্ষেপ অবশ্যই আগামী দিনে অনেকের অনুপ্রেরণা হবে৷

Guntur woman’s Swachh-Bharat-inspired gift to new daughter-in-law: A toilet
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 2, 2016 5:03 pm
  • Updated:August 20, 2020 10:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন টেলিভিশন সিরিয়াল গুলিতে প্রায় রোজই দেখাচ্ছে শাশুড়ি আর পূত্রবধূর ঝগড়া, তখন সেখানেই উল্টো গল্প শোনালেন গুন্টুরের এক শাশুড়ি মা৷ ছেলের বউকে ভালবেসে উপহার দিলেন তিনি৷ তাও যে সে উপহার নয়, পূত্রবধূকে বাড়িতে শৌচালয় গড়িয়ে দিলেন তিনি৷

অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার শামসুন জানিয়েছেন, নিজের বাবার বাড়িতেও কোনওদিন শৌচালয় ছিল না তাঁর৷ একজন মহিলার পক্ষে বর্ষাকালে মাঠে শৌচকর্ম করতে যাওয়া যে কী কঠিন তা আমি জানি৷ আর তাই আমার পূত্রবধূ সালমার যাতে এমন পরিস্থিতির মুখে না পড়তে হয় এবং তিনি যাতে সুস্থ শরীরে থাকতে পারেন তার জন্য শৌচালয় গড়ার সিদ্ধান্ত নিয়েছি৷

Advertisement

নিজের সঞ্চয়ের ৪০০০ টাকা দিয়ে শৌচালয় তৈরি করিয়েছেন তিনি৷ তাঁর এই প্রচেষ্টার প্রশংসা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ স্বচ্ছ ভারত অভিযানে শামসুনের এই পদক্ষেপ অবশ্যই আগামী দিনে অনেকের অনুপ্রেরণা হবে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ