Advertisement
Advertisement

শহর জুড়ে মহিলাদের জিনস পরায় জারি নিষেধাজ্ঞা!

মন্দিরে ঢুকতে গেলে মহিলাদের জিনস পরা ছাড়তেই হবে বলে মনে করা হচ্ছে৷

 In Bhopal Jain temples have united in a ban for women devotees wearing jeans
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 17, 2016 1:15 pm
  • Updated:August 17, 2016 1:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা শহর জুড়ে মহিলাদের জিনস পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হচ্ছে ভোপালে৷ সৌজন্যে শহরের জৈন মন্দিরগুলি৷ তাদের এককাট্টা প্রতিবাদেই শহর জুড়ে বলবৎ হতে চলেছে এই নিয়ম৷

জৈন পঞ্চায়েত প্রেসিডেন্ট দিগম্বর রমেশ চৌধুরির মতে, যে সমস্ত মহিলারা মন্দিরে আসবেন তাঁদের জিনস, টপ বা কোনও স্বচ্ছ পোশাক পরা উচিত নয়৷ একই নিয়ম অবশ্য পুরুষদের ক্ষেত্রেও চালু করা হচ্ছে৷ জিনসের বদলে পাজামা, পাঞ্জাবী পরে মন্দিরে প্রবেশের পক্ষেই মত দিয়েছে জৈন পঞ্চায়েত৷ ভোপালের সমস্ত জৈন মন্দিরই এই নিয়মের পক্ষপাতী৷ ফলে মন্দিরে ঢুকতে গেলে মহিলাদের জিনস পরা ছাড়তেই হবে বলে মনে করা হচ্ছে৷

Advertisement

গোটা দেশ জুড়েই যেন জিনস পরার উপর এ বছর কোপ পড়েছে৷ হরিয়ানাতেও শিক্ষক, শিক্ষিকাদের জিনস পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ শিক্ষকরা সমাজের রোল মডেল বলে তাঁদের জিনস পরায় আপত্তি তোলা হয়েছিল৷ কেরলেও মুসলিম মহিলাদের জিনস পরতে নিষেধ করা হয়েছিল৷ সেই তালিকায় নয়া সংযোজন ভোপাল৷ ইতিমধ্যেই এ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে৷ যে মহিলারা জিনস পরেন তাঁদের কি ভগবান আশীর্বাদ করেন না, নানা মহলে এখন এ প্রশ্নেরই ঘোরাঘুরি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement