সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএস জঙ্গি সংগঠনে যোগ দিতে প্রায় ৪০ জন ভারতীয় কেরলে গোপন ক্লাসে উপস্থিত হয়েছিল, পুলিশি জেরায় এমনই তথ্য দিল আইএস নিয়োগকারী। পার্শ্ববর্তী রাজ্য কর্নাটক থেকেও বেশ কয়েকজন যুবক এই ক্লাসে যোগ দিতে এসেছিল বলেও পুলিশের তরফে জানানো হয়েছে।
সম্প্রতি আইএস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকা এক নিয়োগকারী ইয়াসমিন আহমেদকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সে দিল্লি থেকে আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। সেখানে গিয়ে তার রশিদ নামক এক আইএস নিয়োগকারীর সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল বলে জানা গিয়েছে।
ইয়াসমিনকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, সৌদি আরব থেকে ফিরে মালাপ্পুরায় শিক্ষকতার চাকরি নিয়েছিল সে। সেখানেই রশিদের সঙ্গে তার পরিচয় হয়। ইসলাম ধর্ম সম্পর্কে জানানোর মাধ্যমেই ধীরে ধীরে চারপাশের মানুষের মগজধোলাই করত রশিদ। কোরানের নামে আইএস মতাদর্শ মানুষের মধ্যে প্রচার করত সে। এই ভাবেই ইয়াসমিনকেও নিজেদের গোষ্ঠীতে এনেছিল সে।
জানা গিয়েছে, পুলিশের হাতে ধরা পড়ার দু’সপ্তাহ আগে ইয়াসমিনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা জমা করা হয়েছিল জঙ্গি সংগঠনের পক্ষ থেকে।
ইয়াসমিনের এই স্বীকারোক্তি দেশে আইএসের সংখ্যাবৃদ্ধির দিকেই নির্দেশ দিচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.