Advertisement
Advertisement

Breaking News

আইনজীবীর স্ত্রীকেই ধর্ষণ বিচারকের

অভিযুক্তকে ধরতে রাজ্য সরকার বিচারকের স্থাবর, অস্থাবর সব ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা ভাবছে৷ ইতিমধ্যেই পান্না আহমেদের বিরু‌দ্ধে মামলা দায়ের হয়েছে৷

Judge Raped Lawyer's Wife
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2016 11:12 am
  • Updated:July 9, 2016 11:16 am

প্রণব সরকার: আইনজীবীর স্ত্রীকে ধর্ষণ করলেন মহকুমা বিচারক পান্না আহমেদ৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ত্রিপুরায়৷ জানা গিয়েছে, আগরতলায় নিজের বাড়িতে ডেকে এনে ওই মুসলিম মহিলাকে ধর্ষণ করেন পান্না৷ তবে ঘটনার পরই পালিয়ে গিয়েছেন ওই বিচারক৷ অভিযুক্তকে গ্রেফতার করতে রেড কর্নার নোটিস জারি করেছে ত্রিপুরা সরকার৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের নির্দেশে ইতিমধ্যেই ওই বিচারককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে৷ ঘটনার জেরে রাজ্যের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে৷
পুলিশ জানিয়েছে, মহকুমা বিচারক পালিয়ে বাংলাদেশে চলে যেতে পারেন৷ তাই অভিযুক্তকে ধরতে রাজ্য সরকার বিচারকের স্থাবর, অস্থাবর সব ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা ভাবছে৷ ইতিমধ্যেই পান্না আহমেদের বিরু‌দ্ধে মামলা দায়ের হয়েছে৷
জানা গিয়েছে, সোনামুড়া বারের এক আইনজীবী আগরতলার একটি স্কুলে দুই ছেলেকে ভর্তি করেন৷ যাতায়াত ও ছেলেদের পড়াশোনার সুবিধার জন্য ওই আইনজীবীর স্ত্রী আগরতলায় বাড়ি ভাড়া নেওয়ার জন্য আসেন৷ পান্না আহমেদের বাড়িতে ঘর ভাড়া দেওয়া হয় এই খবর শুনে তিনি বিচারকের বাড়িতে যান৷ সে সময় ওই বিচারক বাড়িতে ছিলেন না৷ পরে মোবাইলে তাঁদের কথা হয়৷ পরের দিন বিচারক ফোন করে ওই মহিলাকে বাড়িতে ডাকেন৷ বিচারকের কথা মতো ওই মহিলা তাঁর বাড়িতে গেলে পান্না আহমেদ তাঁকে ধর্ষণ করেন৷ এমনকী, ঘটনার কথা প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ