Advertisement
Advertisement

Breaking News

কবাডি বিশ্বকাপে আর্জেন্টিনাকে দুরমুশ করল ভারত

বিশ্বকাপে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়৷

Kabaddi World Cup 2016: India beat Argentina 74-20 to keep their semi-final chances strong
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 15, 2016 10:36 pm
  • Updated:October 15, 2016 10:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদে অনুষ্ঠিত কবাডি বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়ন ভারত শনিবার আর্জেন্টিনাকে ৭৪-২০ পয়েন্টে পরাজিত করল। এই নিয়ে চার ম্যাচ থেকে ভারতের সংগ্রহে এল ১৬ পয়েন্ট৷ এদিনের জয়ের পর ভারতীয় দলের সেমিফাইনালে ওঠার রাস্তা প্রায় পাকা হয়ে গেল৷

দক্ষিণ কোরিয়ার কাছে হার দিয়ে শুরু করলেও অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে হারিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে ছিল আয়োজক দেশ ভারত৷ এদিনের পর দক্ষিণ কোরিয়াকে পিছনে ফেলে গ্রুপ টেবিলের শীর্ষে উঠে এল টিম ব্লু৷

Advertisement

ম্যাচের দুই অর্ধেই দাপটের সঙ্গে খেলল অনুপ কুমারের নেতৃত্বাধীন ভারতীয় দল৷ এই ম্যাচে ফেভারিট হিসাবে শুরু করে টিম ব্লু৷ শুরু থেকেই প্রতিপক্ষের উপর জাঁকিয়ে বসে ভারতীয় ডিফেন্স৷ ম্যাচ শুরুর মাত্র ৯ মিনিটের মধ্যে আর্জেন্টিনার চেয়ে ২২-৭ পয়েন্টে এগিয়ে যায় ভারত৷

Advertisement

ম্যাচের ১০ মিনিটের মধ্যে আর্জেন্টিনাকে দু’বার অল আউট করে টিম ব্লু৷ প্রথম ‘সুপার রেড’ করেন অজয় ঠাকুর৷ প্রথমার্ধে মোট তিনবার প্রতিপক্ষকে ‘অল আউট’ করে ভারত৷ ভারতীয় খেলোয়াড়রা একজোট হয়ে টিম হিসাবে খেলার সুফল পেলেন এদিন৷ অন্যদিকে, আর্জেন্টিনা ভরসা রেখেছিল খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যের উপর৷ যার খেসারত দিতে হল তাদের৷

দ্বিতীয়ার্ধের শুরুতেও ভারত প্রতিপক্ষের ঘাড়ে কামড় বসায়৷ দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে অজয় ঠাকুরের সৌজন্যে পঞ্চমবারের জন্য প্রতিপক্ষকে অল ‘আউট’ করে টিম ব্লু৷ পয়েন্টের বৃষ্টি নেমে আসে ভারতীয় শিবিরে৷ বোঝাই যাচ্ছিল, পুল এ-তে শীর্ষ স্থান দখলের লড়াইয়ে নেমেছে ভারত৷ খেলার শেষে ফলাফল দাঁড়ায় ৭৪-২০৷

এদিনের ম্যাচের আগে প্রতিপক্ষ দক্ষিণ আমেরিকার দেশটির সম্পর্কে অধিনায়ক অনুপ কুমারের বক্তব্য ছিল, “আমাদের রক্ষণ সম্পূর্ণ তৈরি৷” অধিনায়কের কথা যে কতটা খাঁটি ছিল তা এদিনের ম্যাচ থেকেই স্পষ্ট৷ ভারতীয় ডিফেন্ডাররা আর্জেন্টিনার ‘রেডার’দের পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছিলেন৷ বিশ্বকাপে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়৷ এদিন রাহুল চৌধুরি, অজয় ঠাকুরদের খেলা ছিল প্রশংসার যোগ্য৷ ম্যাচের শেষে ভারতীয় দলকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ