Advertisement
Advertisement

কাবুলে ফের বিস্ফোরণ, দায় নিল তালিবান

বিদেশি নাগরিকে ঠাসা এই হোটেলে ২০১৩ সালেও হামলা চালিয়েছিল জঙ্গিরা৷

Kabul hotel attack ends with killing of three Taliban fighters
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 1, 2016 1:38 pm
  • Updated:August 1, 2016 1:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাবুলের নর্থগেট হোটেলে হামলার দায় স্বীকার করল তালিবানরা৷ সোমবার সকালে নর্থগেট হোটেলের কাছে একটি এলাকায় জঙ্গিরা হামলা চালায়৷ সেনা-জঙ্গি গুলি বিনিময়ে তিন তালিবান জঙ্গি মারা গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ ঘটনাস্থল থেকে প্রচণ্ড বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গিয়েছে৷ জঙ্গিদের গুলিতে এক পুলিশ মারা গিয়েছে বলে কাবুল পুলিশ সূত্রে জানানো হয়েছে, আহত তিন৷ তালিবানি মুখপত্রের দাবি, এদিনের হামলায় শতাধিক বিদেশি নাগরিক মারা গিয়েছেন৷

সংবাদসংস্থা সূত্রে খবর, অভিজাত ওই এলাকার হোটেলগুলিতে বিভিন্ন দেশের সেনা আধিকারিকরা পরিবার-সহ থাকেন৷ তাঁদের উপর হামলা চালানোই জঙ্গিদের ‘প্রাইমারি’ টার্গেট ছিল৷ সুইসাইড বম্বার ও ভারী অস্ত্রশস্ত্র, বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে তালিবান জঙ্গিরা এদিন সকালে হামলা চালায় নর্থগেটে৷ রিমোটের সাহায্যে হোটেলের কাছে বিস্ফোরক বোঝাই ট্রাকটিতে বিস্ফোরণ ঘটানো হয়৷ বিস্ফোরণের তীব্রতায় কয়েক কিলোমিটার পর্যন্ত বহুতলের কাঁচ ভেঙে যায়৷

Advertisement

জঙ্গিরা হোটেলে ঢোকার চেষ্টা করলে আফগান সেনা ও নিরাপত্তারক্ষীরা বাধা দেয়৷ তখনই জঙ্গিরা প্রবল গুলিবর্ষণ শুরু করে৷ একইসঙ্গে ফিদায়েঁ হামলার ছকও ছিল জঙ্গিদের৷ ঢাকার গুলশানের কায়দায় এদিন হামলা চালিয়ে বিদেশি নাগরিকদের পণবন্দী করার ছক কষেছিল জঙ্গিরা৷ যদিও সেই ছক বানচাল করে আফগান নিরাপত্তারক্ষীরা৷ হামলার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সেনার যৌথ বাহিনী৷ বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয় কাবুল বিমানবন্দর ও বাগরাম এয়ার বেসে৷ হোটেলে অতিথিদের খোঁজখবর নেওয়ার জন্য বারবার ফোন করা হলেও কেউ ফোন তোলেননি বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স৷

Advertisement

হামলায় মৃতের সংখ্যা নিয়ে সংশয় রয়েছে৷ তালিবানিদের দাবি, হতাহতের সংখ্যা অন্তত ১০০৷ ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে ন্যাটো বাহিনী৷ হোটেলের বাইরে ওয়াচ টাওয়ার থেকে, স্নিফার ডগ রাস্তায় নামিয়ে তল্লাশি চলছে৷ কোনও জঙ্গি আশেপাশে লুকিয়ে রয়েছে কি না তার খোঁজ চলছে৷ এই প্রথমবার নয় অবশ্য, বিদেশি নাগরিকে ঠাসা এই হোটেলে ২০১৩ সালেও হামলা চালিয়েছিল জঙ্গিরা৷ সেই হামলায় নেপালের চার নাগরিক-সহ মোট ৯ জন প্রাণ হারান৷ এই হামলার মাত্র এক সপ্তাহ আগেই সংখ্যালঘুদের একটি মিছিলে আইএস জঙ্গি হানায় অন্তত ৮০ জন প্রাণ হারিয়েছেন৷

#KabulExplosion #KabulHotel #Taliban

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ