Advertisement
Advertisement

সকাল থেকে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহর

দুর্যোগ-ভোগান্তি চলবে আরও দু’দিন৷

Kolkata rains have displayed a good performance during the month of July.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 25, 2016 2:23 pm
  • Updated:July 25, 2016 2:54 pm

স্টাফ রিপোর্টার: আগামী দু’দিন টানা বৃষ্টি চলবে কলকাতায়৷ আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নয়, একার হাতেই ‘খেল’ দেখাতে শুরু করেছে মৌসুমি বায়ু৷ যার জেরে সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে৷

এদিকে সোমবার সপ্তাহের প্রথম দিনে ভারী বৃষ্টিতে ভোগান্তির মুখে শহরবাসী৷ স্কুলপড়ুয়া থেকে অফিসযাত্রীরা নাকাল হন বৃষ্টির জেরে৷ টানা বৃষ্টিতে জল জমে গিয়েছে হাওড়ার কারশেডে৷ আপ ও ডাউন লাইনের বেশ কিছু ট্রেন দেরিতে চলছে৷ বৃষ্টির জেরে কলকাতার একাধিক রাস্তায় যানজট দেখা যায়৷ রাস্তায় জল জমে যেন মানুষকে অসুবিধের মুখে না পড়তে হয় সে কারণে তৈরি ছিল পুরসভার নিকাশি বিভাগ৷ বেহালা, খিদিরপুর, মানিকতলায় জল জমলেও তাড়াতাড়ি নেমে গিয়েছে৷ সোমবার সকাল থেকে কলকাতায় সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে জিঞ্জিরাবাজার এলাকায়৷ সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত এই এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ৯৩ মিলিমিটার৷ শহরের মানিকতলা, বেলগাছিয়া, বালিগঞ্জেও যথেষ্ট বৃষ্টি হয়েছে৷ দক্ষিণবঙ্গের তুলনায় হিমালয়ের পাদদেশে থাকা উত্তরবঙ্গের জেলায় এই বৃষ্টির প্রভাব অনেকটাই বেশি৷ আগামী দু’তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ মেঘলা আকাশ থাকায় ভূপৃষ্ঠের গরম হাওয়া উপরে উঠতে পারছে না, ফলে এখনই অস্বস্তি কমবে না বলেও জানিয়েছে আবহাওয়া দফতর৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ